রাশিয়ার বিরুদ্ধে ভারতের সুস্পষ্ট অবস্থান চায় জার্মানি

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করতে চায় জার্মানি৷ সেই সঙ্গে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ভারত যাতে স্পষ্ট একটি অবস্থান নেয় সেই আহ্বান জানিয়েছেন চ্যান্সেলর ওলাফ শোলৎজ

আন্তর্জাতিক ডেস্কঃ গতকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুইদিনের সফরে ভারতে আসেন জার্মানির সরকার প্রধান চ্যান্সেলর ওলাফ শোলৎজ। নতুন দিল্লিতে তাকে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তার সঙ্গে বৈঠক শেষে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে ভারতকে পরিস্কার একটি অবস্থান গ্রহণের আহ্বান জানান জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলৎজ।

জার্মানির সংবাদমাধ্যম “টাগেজ শাউ” (Tagesschau) এর প্রতিবেদন অনুযায়ী চ্যান্সেলর শোলৎজ বলেন, ‘‘গোটা বিশ্ব (রাশিয়ার) এই আগ্রাসনের কারণে ভুগছে৷” রাশিয়া এক্ষেত্রে আন্তর্জাতিক রীতিনীতি ভঙ্গ করছে৷ এদিকে বার্তা সংস্থা এপি জানিয়েছে, রাশিয়াকে ‘একঘরে’ করতে ভারতের সহায়তা চেয়েছেন শোলৎজ৷ পশ্চিমা দেশগুলো প্রচেষ্টায় নতুন দিল্লি যাতে অন্তত কোন বাধা তৈরি না করে সেই নিশ্চিয়তা চেয়েছেন তিনি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশটির কাছে৷

জ্বালানি ও অস্ত্রের দিক থেকে ভারত রাশিয়ার উপর ব্যাপকভাবে নির্ভরশীল৷ এখন পর্যন্ত ইউক্রেনে হামলার বিষয়ে রাশিয়ার প্রতি কোনো নিন্দা জানায়নি তারা৷ বরং পশ্চিমাদের দেয়া নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে মস্কোর সঙ্গে বাণিজ্য অব্যাহত রেখেছে নতুন দিল্লি৷ ইউক্রেন থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহারে জাতিসংঘের সাধারণ অধিবেশনে গত বৃহস্পতিবারের ভোটাভুটি থেকেও বিরত থেকেছে তারা৷

শোলৎজের সঙ্গে বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বিবৃতিতে বলেছেন, আলোচনা ও কূটনীতির মাধ্যমেই ইউক্রেন সংকটের সমাধান চায় ভারত৷ যে কোনো শান্তি আলোচনায় অবদান রাখতে তার দেশ প্রস্তুত বলেও জানান তিনি৷ শোলৎজের সঙ্গে একমত প্রকাশ করে, বৈশ্বিক বাস্তবতায় বহুপাক্ষিক সংস্থাগুলোর উন্নতি প্রয়োজনের কথা তুলে ধরেন তিনি৷

ভারতের সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রতিরক্ষা খাতে সম্পর্ক জোরদারের বিষয়েও দুই দেশ একমত হয়েছে৷ নিরাপত্তা ও প্রতিরক্ষা খাতে সহায়তা ভারত ও জার্মানির মধ্যে কৌশলগত সম্পর্কের শক্তিশালী একটি ভিত্তি হয়ে উঠতে পারে বলে উল্লেখ করেছেন মোদী৷ তিনি বলেন, ‘‘দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আমরা ব্যাপক পরিসরে আলোচনা করেছি৷’’

এদিকে সফরের দ্বিতীয় দিনে ভারতের সিলিকন ভ্যালি খ্যাত ব্যাঙ্গালুরুতে বিভিন্ন কোম্পানির কার্যক্রম পরিদর্শনে যান চ্যান্সেলর শোলৎজ৷
ভারতে প্রায় ১৮০০ জার্মান কোম্পানি সক্রিয় রয়েছে৷ শোলৎজ তার সফরে দুই দেশের অর্থনৈতিক, বাণিজ্যিক সম্পর্ক আরো সম্প্রসারণের উপর গুরুত্ব দিচ্ছেন৷ যে কারণে সফরে দেশটির ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল তাকে সঙ্গ দিয়েছেন।

এছাড়া শোলৎজের সফরের এজেন্ডায় দুই দেশের মধ্যে দক্ষ জনশক্তি বিনিময়ের বিষয়টিও রয়েছে৷ বর্তমানে জার্মানিতে দক্ষ কর্মীর সংকটে রয়েছে৷ অন্যদিকে বিপুল তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিতে হিমশিম খাচ্ছে ভারত৷
তথ্যসূত্র: ভারত ও জার্মানির সংবাদ মাধ্যম

কবির আহমেদ/ইবিটাইমস 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »