বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সান্তাকলোমা বাংলা স্কুলের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

বার্সেলোনা থেকে মহিউদ্দিন হারুনঃ সান্তাকলোমা বাংলা স্কুল কমিটির আয়োজনে ২২শে ফেব্রুয়ারি বুধবার স্হানীয় অডিটরিয়মে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।একুশের অনুষ্ঠান পরিচালনায় ছিলেন স্কুল শিক্ষিকা নাজমা নাহার ও শামসুন নাহার রেনু। কোরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বাংলা স্কুলের ছাত্র নাফিস তানভির।সভাপতিত্ব করেন শফিকুল ইসলাম স্বপন।

শোক আত্মত্যাগ অহংকার ও গৌরবের এই দিনটির বীরত্ব গাথা ইতিহাস কোমলমতি ছাত্র ছাত্রীদের সামনে তুলে ধরেন খুরশীদ আলম বাদল,মোখলেছুর রহমান নাসিম, মোশারফ বেফারী,এ কে আজাদ মোস্তফা,মোঃ নীরু তালুকদার, মোশারফ হোসেন,এস এম নজরুল,মোঃ আসাদ, মোঃ কামাল, বিপ্লব ভৌমিক, স্বপন কুমার দেবনাথ,মোঃ কাজল, মোঃ মনির হোসেন,এম কামাল, মহিউদ্দিন হারুন প্রমূখ।

বক্তব্য পর্ব শেষে স্কুলের কোমল মতি ছাত্রছাত্রীদের মধ্য থেকে একুশের গান কবিতা আবৃত্তি করে শুনান রাফিন তালুকদার, সামির আহমেদ সুলতানা, আবদুল্লাহ দেওয়ান,তৌসিফ হোসাইন,মারইয়াম,তৌসিফ, আবদুল্লাহ।কবিতা ও অঙ্কন প্রতিযোগিতায় শেষে ক্রম অনুসারে ছাত্রছাত্রীদের হাতে পুরুষ্কার তুলে দেওয়া হয়।

স্কুল শিক্ষিকা নাজমা নাহার ও শামসুন নাহার রেনু বলেন মাতৃভাষাকে অবজ্ঞা করে লক্ষে পৌছা সম্ভব নয়।সেবা মুলক অবৈতনিক এই স্কুলটির
শুরু সময়টি ছিল অত্যন্ত নাজুক, এখন আমাদের বাংলা স্কুলের ছাত্রছাত্রীরা একুশের কবিতা আবৃত্তি করে। তারা বাংলা স্কুলের জন্য সবার সহযোগিতা কামনা করেন এবং সহযোগিতার আশ্বাস প্রদানকারী খুরশীদ আলম বাদলকে হাততালী দিয়ে অভিবাদন জানান।

পরিশেষে সভাপতি তার সমাপনি বক্তব্যে সান্তা কলোমা বাংলা স্কুলের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন।তিনি বলেন যে জাতী নিজের ভাষায় দক্ষতা অর্জন করবে না সে কখনো পরিপূর্ন মানুষ হতে পারবে না।তিনি বায়ান্নের ভাষা সৈনীকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন শহীদ সালাম জব্বার,রফিক, বরকত সহ ভাষার জন্য রাজপথে আত্মত্যাগকারী শহীদদের কাছে জাতী সব সময় ঋনি।আগত অভিভাবক,অতিথি সহ সবার উপস্হিতিকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

স্পেন /ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »