স্পোর্টস ডেস্ক: চলমান নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে শক্তিশালী অস্ট্রেলিয়া। টস জিতে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৭২ রান করে অস্ট্রেলিয়ার মেয়েরা। জবাবে ১৬৭ রানে গুটিয়ে যায় ভারতের নারী ক্রিকেট দল।
১৭৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৩৩ বলে ভারতের প্রয়োজন ছিল মাত্র ৪০ রান, তখন ভারতের হাতে ছিল ৬ উইকেট। কিন্তু ভাগ্যের কাছে আরও একবার পরাস্ত ভারত।
কেপ টাউনে নারী বিশ্বকাপের সেমিফাইনালের শেষ ওভারের রোমাঞ্চে ভারতকে ৫ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচসেরা হয়েছে অ্যাশলে গার্ডনার।
ডেস্ক/ইবিটাইমস/আরএস