স্পোর্টস ডেস্ক: সাবেক কোচ জেমি ডে’র পারিশ্রমিক এখনো বুঝিয়ে না দেয়ায় বন্ধ হয়ে গেলো বাংলাদেশে ফিফার ডেভেলপমেন্ট খাতের অর্থ বরাদ্দ। ২৭ ডিসেম্বর পাওনা বুঝিয়ে দেয়ার ডেডলাইন থাকলেও পেরিয়েছে দেড় মাস। সুদসহ জরিমানা প্রতিদিন বাড়ছে।
অর্থ সঙ্কটের কথা স্বীকার করেছে বাফুফে। ব্যাংক ঋণ নিয়ে সঙ্কট কাটানোর কথা বলেছেন ফিন্যান্স কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী।
আগেও ফিফা কাঠগড়ায় পড়েছিল বাফুফে। এবার পড়েছে বাংলাদেশের সাবেক কোচ জেমি ডেকে তার পাওনা বুঝিয়ে না দিয়ে। সাবেক ইংলিশ এ কোচকে তার পাওনা বুঝিয়ে দেয়ার শেষ সময় ছিল ২৭ ডিসেম্বর ২০২২। কিন্তু এখনও টাকা পাননি জেমি ডে।
ডেস্ক/ইবিটাইমস/ এসআর