ভিয়েনা ১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হাঙ্গেরিতে পুতিন ও ট্রাম্পের সম্ভাব্য শীর্ষ বৈঠকের পূর্বে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক সম্মত রাশিয়া ‘প্রবাসী ভোটার অ্যাপ’ এর উদ্বোধন আগামী ১৮ নভেম্বর – ইসি সচিব সকল ষড়যন্ত্র নস্যাৎ করে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে : আহমেদ আযম খান গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা লন্ডনের পরিবহন ব্যবস্থায় সঙ্কটের আশঙ্কা আজারবাইজানের বাকুতে এরদোগান ও শেহবাজ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তরুণীকে গ্রেফতার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ হবিগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তরুণীকে গ্রেফতার

ভারতের বিরুদ্ধে জয়ে শুরু নিউজিল্যান্ডের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩
  • ১৫ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: ড্যারিল মিচেল ও ডেভন কনওয়ের দুর্দান্ত ব্যাটিংয়ের পর বোলারদের নৈপুন্যে ভারতের বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো সফরকারি নিউজিল্যান্ড। শুক্রবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড ২১ রানে হারিয়েছে ভারতকে। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

রাঁচিতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেয় ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার ফিন অ্যালেনের ঝড়ো ব্যাটিংয়ে ৪ দশমিক ১ ওভারে ৪৩ রান পায় নিউজিল্যান্ড। পঞ্চম ওভারে অ্যালেন ও মার্ক চাপম্যানকে শিকার করেন ভারতের স্পিনার ওয়াশিংটন সুন্দর। ৪টি চার ও ২টি ছক্কায় ২৩ বলে ৩৫ রান করেন অ্যালেন। শূন্য হাতে বিদায় নেন চাপম্য্যান। মিডল-অর্ডারে গ্লেন ফিলিপস ১৭ রানে থামলেও, নিউজিল্যান্ডের রানের চাকা ঘুড়িয়েছেন কনওয়ে-মিচেল। টি-টোয়েন্টি ক্যারিয়ারের নবম হাফ-সেঞ্চুরি তুলে ফিরেন কনওয়ে। ভারতের পেসার আর্শদীপ সিংয়ের শিকার হয়ে ৩৫ বলে ৫২ রানে আউট হন কনওয়ে।
ইনিংসের শেষ পর্যন্ত খেলে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ এনে দেন মিচেল। ৩০ বলে অপরাজিত ৫৯ রান করেন মিচেল। টি-টোয়েন্টি ক্যারিয়ারে চতুর্থ হাফ-সেঞ্চুরির ইনিংসে ৩টি চার ও ৫টি ছয় মারেন মিচেল। ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬ রান করে নিউজিল্যান্ড। ভারতের সুন্দর ২২ রানে ২ উইকেট নেন। ভারতের স্পিনারদের বিপক্ষে ১০ ওভারে ৫৬ রান নেয় নিউজিল্যান্ডের ব্যাটাররা। পেসারদের ১০ ওভারে ১১৯ রান তুলে তারা। আর্শদীপের করা ইনিংসের শেষ ওভারে ২৭ রান নেন মিচেল।

১৭৭ রানের টার্গেটে শুরুতেই বিপদে পড়ে ভারত। ১৫ রানে ৩ উইকেট হারায় তারা। মিডল-অর্ডারে সূর্যকুমার ও অধিনায়ক হার্ডিক পান্ডিয়ার ৫১ বলে ৬৮ রানের জুটি ভারতকে খেলায় ফেরায়। ৬ রানের ব্যবধানে সূর্য ও পান্ডিয়া আউট হলে আবারও চাপে পড়ে ভারত। সূর্য ৩৪ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৪৭ রান করেন। পান্ডিয়া করেন ২১ রান। দলীয় ৮৯ রানের মধ্যে স্বীকৃত ব্যাটাররা ফিরলেও নিউজিল্যান্ডের বোলারদের সামনে লড়াই করেছেন সুন্দর। ঝড়ো ব্যাটিংয়ে ২৪ বলে টি-টোয়েন্টিতে প্রথম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন সুন্দর। শেষ ওভারে আউট হবার আগে ২৮ বলে ৫০ রান করেন তিনি। ৫টি চার ও ৩টি ছক্কায় সাজানো সুন্দরের ইনিংসে ২০ ওভারে ৯ উইকেটে ১৫৫ রান তুলে হারের ব্যবধান কমাতে পারে ভারত। নিউজিল্যান্ডের স্যান্টনার-ব্রেসওয়েল ও ফার্গুসন ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন মিচেল।

২৯ জানুয়ারি লখনৌতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।

 ডেস্ক/ইবিটাইমস/আরএস

জনপ্রিয়

হাঙ্গেরিতে পুতিন ও ট্রাম্পের সম্ভাব্য শীর্ষ বৈঠকের পূর্বে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক সম্মত রাশিয়া

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারতের বিরুদ্ধে জয়ে শুরু নিউজিল্যান্ডের

আপডেটের সময় ০৬:১৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩

স্পোর্টস ডেস্ক: ড্যারিল মিচেল ও ডেভন কনওয়ের দুর্দান্ত ব্যাটিংয়ের পর বোলারদের নৈপুন্যে ভারতের বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো সফরকারি নিউজিল্যান্ড। শুক্রবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ড ২১ রানে হারিয়েছে ভারতকে। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

রাঁচিতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেয় ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার ফিন অ্যালেনের ঝড়ো ব্যাটিংয়ে ৪ দশমিক ১ ওভারে ৪৩ রান পায় নিউজিল্যান্ড। পঞ্চম ওভারে অ্যালেন ও মার্ক চাপম্যানকে শিকার করেন ভারতের স্পিনার ওয়াশিংটন সুন্দর। ৪টি চার ও ২টি ছক্কায় ২৩ বলে ৩৫ রান করেন অ্যালেন। শূন্য হাতে বিদায় নেন চাপম্য্যান। মিডল-অর্ডারে গ্লেন ফিলিপস ১৭ রানে থামলেও, নিউজিল্যান্ডের রানের চাকা ঘুড়িয়েছেন কনওয়ে-মিচেল। টি-টোয়েন্টি ক্যারিয়ারের নবম হাফ-সেঞ্চুরি তুলে ফিরেন কনওয়ে। ভারতের পেসার আর্শদীপ সিংয়ের শিকার হয়ে ৩৫ বলে ৫২ রানে আউট হন কনওয়ে।
ইনিংসের শেষ পর্যন্ত খেলে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ এনে দেন মিচেল। ৩০ বলে অপরাজিত ৫৯ রান করেন মিচেল। টি-টোয়েন্টি ক্যারিয়ারে চতুর্থ হাফ-সেঞ্চুরির ইনিংসে ৩টি চার ও ৫টি ছয় মারেন মিচেল। ২০ ওভারে ৬ উইকেটে ১৭৬ রান করে নিউজিল্যান্ড। ভারতের সুন্দর ২২ রানে ২ উইকেট নেন। ভারতের স্পিনারদের বিপক্ষে ১০ ওভারে ৫৬ রান নেয় নিউজিল্যান্ডের ব্যাটাররা। পেসারদের ১০ ওভারে ১১৯ রান তুলে তারা। আর্শদীপের করা ইনিংসের শেষ ওভারে ২৭ রান নেন মিচেল।

১৭৭ রানের টার্গেটে শুরুতেই বিপদে পড়ে ভারত। ১৫ রানে ৩ উইকেট হারায় তারা। মিডল-অর্ডারে সূর্যকুমার ও অধিনায়ক হার্ডিক পান্ডিয়ার ৫১ বলে ৬৮ রানের জুটি ভারতকে খেলায় ফেরায়। ৬ রানের ব্যবধানে সূর্য ও পান্ডিয়া আউট হলে আবারও চাপে পড়ে ভারত। সূর্য ৩৪ বলে ৬টি চার ও ২টি ছক্কায় ৪৭ রান করেন। পান্ডিয়া করেন ২১ রান। দলীয় ৮৯ রানের মধ্যে স্বীকৃত ব্যাটাররা ফিরলেও নিউজিল্যান্ডের বোলারদের সামনে লড়াই করেছেন সুন্দর। ঝড়ো ব্যাটিংয়ে ২৪ বলে টি-টোয়েন্টিতে প্রথম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন সুন্দর। শেষ ওভারে আউট হবার আগে ২৮ বলে ৫০ রান করেন তিনি। ৫টি চার ও ৩টি ছক্কায় সাজানো সুন্দরের ইনিংসে ২০ ওভারে ৯ উইকেটে ১৫৫ রান তুলে হারের ব্যবধান কমাতে পারে ভারত। নিউজিল্যান্ডের স্যান্টনার-ব্রেসওয়েল ও ফার্গুসন ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন মিচেল।

২৯ জানুয়ারি লখনৌতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।

 ডেস্ক/ইবিটাইমস/আরএস