ভিয়েনায় শাহ্ মুহাম্মাদ ফরহাদের ওপর তৃতীয় সংকলন “অস্তিত্বের পদধ্বনি” প্রকাশিত

ভিয়েনা তথা অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির কিংবদন্তী পুরুষ মরহুম শাহ্ মুহাম্মদ ফরহাদ সাহেবের ৭৪ তম জন্মদিন উপলক্ষে এই সংকলনটি প্রকাশিত করে ভিয়েনার “ফরহাদ স্মৃতি পাঠাগার”

ব্যুরো চীফ, অস্ট্রিয়াঃ গতকাল রবিবার (২০ নভেম্বর) অস্ট্রিয়ার ৯ নাম্বার ডিস্ট্রিক্টের আফ্রো এশিয়া ইনস্টিটিউট মিলনায়তনে এক অনাড়ম্ভর অনুষ্ঠানের মধ্য দিয়ে মরহুম ফরহাদ সাহেবের ওপর লিখিত স্মরণিকার এই তৃতীয় সংকলনটির ফলক উন্মোচন করা হয়। ফরহাদ স্মৃতি পাঠাগারের পক্ষ থেকে এই তৃতীয় সংকলনটি প্রকাশিত করা হয়। মরহুম শাহ্ মুহাম্মাদ ফরহাদ সাহেবের ওপর তৃতীয় সংকলন প্রকাশনা উপলক্ষে বাংলাদেশ অস্ট্রিয়া সাংস্কৃতিক একাডেমি এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অস্ট্রিয়ান ইন্টারন্যাশনাল কালচারাল এসোসিয়েশনের প্রেসিডেন্ট ইভা জেমান(Eva Zeman)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভিয়েনা স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট মানফ্রেড আনরাইটার (Manfred Anreitter) ও আন্তধর্মীয় সংযোগ সমন্বয় প্লাটফর্মের প্রধান কর্মকর্তা থমাস ফিডলার(Thomas Fiedler)। তাছাড়াও আরও উপস্থিত ছিলেন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন আঞ্চলিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন মরহুম ফরহাদ সাহেবের একমাত্র মেয়ে ফারজানা ফরহাদ।

অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা মরহুম শাহ্ মুহাম্মদ ফরহাদ সাহেবের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এখানে উল্লেখ্য যে, সাহিত্য ও সংস্কৃতিমনা মরহুম ফরহাদ সাহেব নিয়মিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকতেন বলে,উপরোক্ত ব্যাক্তিবর্গের সাথেও বেশ সখ্যতা ছিল।

অতিথিদের বক্তব্যের পর প্রথমে মরহুম শাহ্ মুহাম্মাদ ফরহাদ সাহেবের সহধর্মিনী জান্নাতুল ফরহাদ বাংলাদেশ অস্ট্রিয়া সাংস্কৃতিক একাডেমির শিল্পীদের নিয়ে সম্মিলিত কন্ঠে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা’ গেয়ে শুনান। এই সময় উপস্থিত দর্শকরা সকলে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি যথাযথ সন্মান প্রদর্শন করেন।

জাতীয় সঙ্গীতের পর জান্নাতুল ফরহাদের নেতৃত্বে বাংলাদেশ অস্ট্রিয়া সাংস্কৃতিক একাডেমির শিল্পীরা পর পর কয়েকটি দেশাত্মবোধক রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন। তারপর জান্নাতুল ফরহাদ, ফারজানা ফরহাদ সহ আরও অনেকে একক সঙ্গীত পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের এক ফাঁকে আবু জাফর ওবায়দুল্লার রচিত বিখ্যাত কবিতা ‘কিংবদন্তীর কথা বলছি’ কবিতাটি অত্যন্ত সুন্দর কন্ঠে আবৃত্তি করেন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির মহিলা কবি সিফাত হালিম।

বাংলাদেশ অস্ট্রিয়া সাংস্কৃতিক একাডেমির সঙ্গীত পরিবেশনের পর পর পর কয়েকটি একক নৃত্য পরিবেশন করে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির কিশোরী নৃত্য শিল্পী আমরিন কামাল। তাছাড়াও অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির দুই শিশু নৃত্য শিল্পী রবীন্দ্র সঙ্গীতের তালে তালে চমৎকার নৃত্য পরিবেশন করেন।

বাংলাদেশ অস্ট্রিয়া সাংস্কৃতিক একাডেমির সাংস্কৃতিক অনুষ্ঠানের পর মরহুম শাহ্ মুহাম্মাদ ফরহাদ সাহেবের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সিনিয়র বিশিষ্ট ব্যক্তিত্ব এবং ফরহাদ সাহেবের অতি প্রিয় মজনু আজাদ। তারপর জান্নাতুল ফরহাদের অনুরোধে তিনি ফরহাদ স্মৃতি পাঠাগারের উদ্যোগে মরহুম শাহ্ মুহাম্মাদ ফরহাদ সাহেবের ওপর লিখিত তৃতীয় স্মরণিকার (সংকলনের) ফলক উন্মোচন করেন।

তারপর অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ‘বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির ‘ সাধারণ সম্পাদক ও অস্ট্রিয়া কুমিল্লা সমিতির সভাপতি মামুন হাসান, মুন্সীগন্জ বিক্রমপুর সমিতির সভাপতি নয়ন হোসেন, নারায়ণগঞ্জ এসোসিয়েশন অস্ট্রিয়ার সভাপতি ও অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ফিরোজ আহমেদ। তারপর আরও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যথাক্রমে জাহিদ হাসান, এহসান উল্লাহ আলমগীর ও কামাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বাংলাদেশ অস্ট্রিয়া সাংস্কৃতিক একাডেমির পক্ষ থেকে আগত অতিথিদের চা,নাস্তা ও রাতের খাবারে আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানের সবশেষে মরহুম ফরহাদ সাহেবের সহধর্মিনী জান্নাতুল ফরহাদ অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দকে ফরহাদ স্মৃতি পাঠাগারটিকে আমাদের কমিউনিটির জন্য আরও গ্রহণযোগ্য ও এর পরিধি বিস্তৃত করতে বুদ্ধি,পরামর্শ ও সময় দিয়ে সহযোগিতা করার অনুরোধ করেন। তিনি আরও বলেন, আমাদের অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটি অস্ট্রিয়ায় অবস্থিত অন্যান্য কমিউনিটির তুলনায় শিক্ষা,সংবাদ মাধ্যম,শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিতে অনেক পিছিয়ে রয়েছে। তিনি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

কবির আহমেদ/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »