ভিয়েনায় অস্ট্রিয়া বাংলাদেশ কালচারাল এন্ড সোস্যাল ফোরামের উদ্যোগে আয়োজিত এই সুধী সমাবেশে প্রধান ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বৃটেন বাংলাদেশ কমিউনিটির দুই জন বিশিষ্ট ইসলামিক স্কলার ব্যক্তিত্ব
ব্যুরো চীফ, অস্ট্রিয়াঃ গতকাল শনিবার (১৯ নভেম্বর) ভিয়েনার স্থানীয় একটি অডিটোরিয়াম হলে এই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সুধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বৃটেন থেকে আগত মুসলিম কমিউনিটি এসোসিয়েশনের সেন্ট্রাল সেক্রেটারী জেনারেল ও প্রখ্যাত ব্রিটিশ ইসলামী চিন্তাবিদ ব্যারিস্টার হামিদ হোসাইন আযাদ। আর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বৃটেন বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও কমিউনিটি সংগঠক ব্যারিস্টার নজরুল ইসলাম।
অস্ট্রিয়া বাংলাদেশ কালচারাল এন্ড সোস্যাল ফোরাম আয়োজিত এই সুধী সমাবেশে সভাপতির দায়িত্ব পালন করেন সংগঠনটির সভাপতি শায়খ মহিউদ্দীন মাসুম।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার হামিদ হোসাইন আযাদ ইউরোপে আমাদের নতুন প্রজন্মকে গড়ে তুলতে ঐক্যবদ্ধ কমিউনিটি গঠনের কোন বিকল্প নাই বলে জানান। তিনি আমাদের আগামী প্রজন্মকে গড়ে তুলতে ঐক্যবদ্ধ কমিউনিটি গড়ে তুলতে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দকে
অনুরোধ করেন।
ঐতিহ্য অনুযায়ী মহাগ্রন্থ আল কোরআন থেকে আয়াত তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানের শুরুতে সকল আমন্ত্রিত মেহমানগণকে উপহার দিয়ে বরণ করে নেয়া হয় এবং আদর্শ কমিউনিটি গঠনে সকলের মতামত ও পরামর্শ নেয়া হয়।
আয়োজিত সুধী সমাবেশ অস্টিয়াস্থ বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন মসজিদ, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠন সমুহের সভাপতি, সেক্রেটারীবৃন্দ, ওলামায়ে কেরাম এবং বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় এবং সবশেষে সকলের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
কবির আহমেদ/ইবিটাইমস