কাতার বিশ্বকাপ ২০২২ এর প্রাইজমানি ঘোষণা ফিফার

স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফা কাতার বিশ্বকাপ ফুটবলের প্রাইজমানি ঘোষণা করেছে। বিশ্ব চ্যাম্পিয়ন দল পাবে প্রায় ৪০৪ কোটি টাকা এবং রানার্স আপ পাবে প্রায় ২৯০ কোটি টাকা।

বিশ্বকাপ ফুটবল ২০২২ এর আয়োজক কাতারের রাজধানী দোহা থেকে প্রকাশিত দোহা নিউজ জানিয়েছে পূর্বের আসরগুলোর তুলনায় প্রাইজমানি বাড়ছে কাতার বিশ্বকাপে। এবার ৩২টি দলের মধ্যে ভাগ হবে ৪৪০ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের টাকায় যার পরিমাণ দাঁড়ায় ৩ হাজার ৭৮৪ কোটি টাকা। এর মধ্য থেকে চ্যাম্পিয়ন দল পাবে ৪২ মিলিয়ন মার্কিন ডলার বা ৪০৪ কোটি টাকারও বেশি এবং রানার্স আপ দল পাবে ৩০ মিলিয়ন মার্কিন ডলার যা প্রায় ২৯০ কোটি টাকা। তাছাড়াও সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল কিংবা দ্বিতীয় পর্বে খেলার যোগ্যতা অর্জনকারী সব দলের জন্যই থাকছে বিশাল অঙ্কের অর্থ পুরস্কার।

বিশ্বকাপের মঞ্চে নাম লেখানো শুধু মর্যাদারই নয় বরং আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনাও থাকে এখানে। প্রথম আসর থেকে শুরু করে প্রতিবারই বেড়েছে অর্থের পরিমাণ। যার ব্যতিক্রম হচ্ছে না কাতার বিশ্বকাপেও। বরং এই আসরে রেকর্ড পরিমাণ প্রাইজমানি নিয়ে হাজির বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা(FIFA)।

আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন এন্ড এসোসিয়েশন (Federation Internationale de Football Association সংক্ষেপে FIFA)
এই বছর মোট সাত ক্যাটাগরিতে অর্থ পুরষ্কার বুঝিয়ে দিবে অংশগ্রহণকারী দলগুলোকে। যেখানে প্রথম পর্ব থেকে বাদ পড়া ১৬টি দলের প্রত্যেকেই পাবে ৯ মিলিয়ন মার্কিন ডলার করে। এই ক্যাটাগরিতে মোট ১৪৪ মিলিয়ন মার্কিন ডলার খরচ করবে ফিফা। এছাড়াও বিশ্বকাপে অংশ নেওয়ার প্রস্তুতি স্বরূপ দেওয়া হবে আরও দেড় মিলিয়ন ডলার, যা প্রাইজমানির বাইরে।

দ্বিতীয় রাউন্ডে উঠা দলগুলোর অর্থ পুরস্কার বৃদ্ধি পাবে অবধারিতভাবেই। প্রথম পর্বে যা ছিল ৯ মিলিয়ন, তা গিয়ে দাঁড়াবে ১৩ মিলিয়ন মার্কিন ডলারে। অর্থাৎ এই পর্বে বাদ পড়া ৮ দলের প্রত্যেকেই পাবে সমপরিমাণ অর্থ। কিন্তু যারা কোয়ার্টার ফাইনালে চলে যাবে তাদের জন্য বিবেচিত হবে পরবর্তী গ্রেড।

শীর্ষ আট থেকে সেমিফাইনাল নিশ্চিত করা চার দল প্রত্যেকের জন্যই থাকছে অবস্থান অনুযায়ী আলাদা প্রাইজমানি। তবে যারা বাদ পড়বে হতাশ হওয়ার কিছুই নেই। অর্থের হিসেবে বাদ পড়ারা যা পাবে যার পরিমাণ ১৭ মিলিয়ন মার্কিন ডলার করে। এরপর থেকেই অর্থ পুরস্কার চলে যাবে পজিশন গ্রেডে।

এদিকে সেমিফাইনালিস্ট চার দল থেকে বাদ পড়া দুই দলের মধ্যে যে তৃতীয় হবে, সে পকেটে পুড়বে ২৭ মিলিয়ন মার্কিন ডলার। তার চেয়ে মাত্র দুই মিলিয়ন ডলার কম পাবে চতুর্থ অবস্থানে থাকা দল। নিঃশ্বাস দূরত্বে গিয়েও যারা হতাশায় পুরবে বিশ্বকাপ না জেতার তাদের জন্য প্রাইজমানির অঙ্কটা ৩০ মিলিয়ন ডলারের। বাংলা টাকায় যার পরিমাণ ২৫৮ কোটি টাকা।

অন্যদিকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ছয় কেজি ১৭৫ গ্রাম ওজনের সোনালী ট্রফি জয় করার পাশাপাশি পকেটে পুরবে ৪২ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৪০৪ কোটি টাকা। যা ব্রাজিল বিশ্বকাপের তুলনায় প্রায় ৮০ গুণ। সর্ব সাকুল্যে কাতার বিশ্বকাপের মোট প্রাইজমানি ৪৪০ মিলিয়ন মার্কিন ডলার বা ৩ হাজার ৭৮৪ কোটি টাকা।

ফিফা বিশ্বকাপ ফুটবল এই পর্যন্ত সাধারণত জুন-জুলাই মাসে অনুষ্ঠিত হয়েছে। তবে ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলে কিছুটা ব্যতিক্রম হচ্ছে।
মধ্যপ্রাচ্যের আরব উপদ্বীপ মরুতীর্থ কাতারের তীব্র গরমের হাত থেকে রক্ষা পেতে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে শীতকালে। তাই এবার বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

বিশ্বকাপে প্রতিযোগিতায় থাকা ৩২ দেশের মধ্যে ৩১ দেশকেই মূল পর্বে আসতে পাড়ি দিতে হয়েছে বাছাই পর্ব। স্বাগতিক দেশ হিসেবে কাতার বাছাই পর্বে অংশগ্রহণ ছাড়াই পেয়ে গেছে টিকিট। বাকি ৩১ দল নিজ নিজ মহাদেশীয় বাছাই পর্ব পেরিয়ে তবেই পেয়েছে কাতারের টিকিট।

আফ্রিকা (সিইএফ), এশিয়া (এএফসি), ইউরোপ (উয়েফা), উত্তর আমেরিকা/মধ্য আমেরিকা/ক্যারিবিয়ান (কনক্যাকাফ) ও দক্ষিণ আমেরিকা (কনমেবল) অঞ্চলের কনফেডারেশনের অধীনে দেশগুলো বাছাই পর্বে অংশ নিয়েছে।

বিশ্বকাপে প্রত্যেক অঞ্চল থেকে নির্ধারিত সংখ্যক দেশকে সুযোগ দেওয়া হয়ে থাকে। কাতার বিশ্বকাপে আফ্রিকা অঞ্চল থেকে সুযোগ পাওয়া দেশের সংখ্যা ৫। স্বাগতিক কাতারসহ এশিয়া অঞ্চল থেকেও সুযোগ পেয়েছে ৫টি দেশ। ইউরোপ থেকে সর্বোচ্চ ১৩ দেশ খেলছে বিশ্বকাপে। কনক্যাকাফ থেকে থাকছে ৩টি এবং দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সুযোগ পাওয়া দেশের সংখ্যা ৪।

বাকি দুটি স্থান নির্ধারিত হয়েছে আন্তঃমহাদেশীয় প্লেঅফ কোয়ালিফায়ারের মাধ্যমে। এখানে এশিয়া অঞ্চলের দেশ অস্ট্রেলিয়া বিশ্বকাপের টিকিট পেয়েছে দক্ষিণ আমেরিকার দেশ পেরুকে হারিয়ে। অপর কোয়ালিফায়ারে ওশেনিয়া অঞ্চলের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে হারিয়ে ৩২তম দল হিসেবে কাতারের টিকিট বুক করেছে কনক্যাকাফ অঞ্চলের কোস্টারিকা।

সুযোগ পাওয়া এ ৩২ দেশ আট গ্রুপে ভাগ হয়ে লড়বে গ্রুপ পর্বের লড়াই। ইংরেজি বর্ণমালার প্রথম ৮ বর্ণ- এ, বি, সি, ডি, ই, এফ, জি এবং এইচ অনুসারে গ্রুপগুলো চিহ্নিত করা হয়। কোন গ্রুপে কে থাকবে তা লটারির মাধ্যমে গত এপ্রিলেই নির্ধারণ করা হয়েছে।

গ্রুপ পর্বে প্রত্যেক গ্রুপ থেকে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল পরের রাউন্ডে উঠে যাবে। এর পর এক লেগের নকআউট পর্বে ১৬টি দল লড়বে। এই পর্যায়ে প্রতিটি রাউন্ড হবে নকআউট পদ্ধতিতে। কোয়ার্টার ফাইনাল-সেমিফাইনাল শেষে ফাইনালে দুটি দল লড়বে সোনালি ট্রফি নিজের করে নিতে।

গ্রুপ অনুযায়ী দেখে নিন বিশ্বকাপের ৩২ দলের তালিকা-

গ্রুপ এ:
কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর

গ্রুপ বি:
ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ওয়েলস, ইরান

গ্রুপ সি:
আর্জেন্টিনা, পোল্যান্ড, মেক্সিকো, সৌদি আরব

গ্রুপ ডি:
ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া, অস্ট্রেলিয়া

গ্রুপ ই:
জার্মানি, স্পেন, জাপান, কোস্টারিকা

গ্রুপ এফ:
বেলজিয়াম, ক্রোয়েশিয়া, কানাডা, মরক্কো

গ্রুপ জি:
ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন

গ্রুপ এইচ:
পর্তুগাল, উরুগুয়ে, ঘানা, দক্ষিণ কোরিয়া।

বিশ্বের সপ্তম ধনী দেশ কাতার বিশ্বকাপের জন্য ব্যয় করেছে ২০০ বিলিয়ন মার্কিন ডলার। কাতার ১২ বছর যাবত এই বিশ্বকাপ ফুটবল ২০২২ সালের জন্য প্রস্তুতি নিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের এক পরিসংখ্যান অনুযায়ী কাতার বিশ্বকাপের এই প্রস্তুতির জন্য বিভিন্ন দেশের প্রায় ৬,০০০ হাজার শ্রমিক দুর্ঘটনা ও নানাবিধ অসুখে মৃত্যুবরণ করেছে। বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা প্রতিবাদ করলে কাতার এবং ফিফা ব্যাপক অনুসন্ধানমূলক তদন্ত করে জানিয়েছে যে, কাতার বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতিতে বিশ্বের শ্রম আইন ও স্বাস্থ্যবিধি যথাযথ অনুসরণ করা হয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »