অস্ট্রিয়ায় শরতের শুরুতেই পুনরায় করোনার সংক্রমণ বৃদ্ধি

করোনার সংক্রমণ বাড়লেও অস্ট্রিয়ার স্বাস্থ্য পরিষেবা ও ভিয়েনার গণপরিবহনে বাধ্যতামূলক FFP2 মাস্ক পড়া ছাড়া আর কোন বিধিনিষেধ নাই

ব্যুরো চীফ, অস্ট্রিয়াঃ  শনিবার (২৪ সেপ্টেম্বর) অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রনালয়ের প্রতিদিনের নিয়মিত করোনার আপডেট প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন ৮,৩২১ জন এবং করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ৫ জন।

এদিকে অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন দেশে পুনরায় করোনার সংক্রমণের বিস্তার বৃদ্ধি ও হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধির ফলে নড়েচড়ে বসছেন কর্তৃপক্ষ। সংবাদ সংস্থা ঈন্গিত দিয়েছেন সংক্রমণের বিস্তার বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী সপ্তাহে জরুরী বৈঠকে বসতে পারে করোনার টাস্ক ফোর্স কমিশন।

অস্ট্রিয়ার করোনার ট্রাফিক লাইট কমিশনের নির্দেশনা অনুযায়ী সমগ্র অস্ট্রিয়া বর্তমানে করোনার হলুদ জোনের অবস্থান করছে। তবে করোনার নতুন সংক্রমণ বিস্তারের এই সংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকলে ট্রাফিক লাইট কমিশন আগামী বৃহস্পতিবার তাদের নিয়মিত সাপ্তাহিক পর্যালোচনা বৈঠকের পর অস্ট্রিয়ার বিভিন্ন রাজ্যের সংক্রমণের বিস্তারের ওপর ভিত্তি করে রাজ্যের ট্রাফিক লাইটের রং পরিবর্তন করতে পারেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রনালয়ের এক পরিসংখ্যানে বলা হয়েছে গত এক সপ্তাহে অস্ট্রিয়ার বিভিন্ন রাজ্যে প্রতি একলা জনপদে করোনায় আক্রান্তের
সংখ্যার গড় Tirol রাজ্যে ৬৭৬,২ জন,Salzburg রাজ্যে ৫৭৩,৯ জন,Kärnten রাজ্যে ৫৪১,৪ জন,NÖ রাজ্যে ৫১৬,১ জন,Steiermark রাজ্যে ৪৯২ জন,রাজধানী ভিয়েনায় ৪৫১,৮ জন,Burgenland রাজ্যে ৪৪৮,৫ জন এবং Vorarlberg রাজ্যে ৪১৫,৯ জন।

এপিএ আরও জানিয়েছে,অস্ট্রিয়া জুড়ে গত সাত দিনে প্রতি ১০০,০০০(এক লাখ) বাসিন্দার মধ্যে নতুন করে করোনায় আক্রান্তেের গড় সংখ্যা ৫২৬,৫ জন। গত সাত দিনে অস্ট্রিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মোট ২১ জন।

আজ ভিয়েনায় নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন ১,৫৩১ জন। অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে ÖO রাজ্যে ২,০০১ জন,NÖ রাজ্যে ১,৪৭০ জন,Steiermark রাজ্যে ১,০৪২ জন,Tirol রাজ্যে ৬৮৯ জন,Salzburg রাজ্যে ৫৪১ জন,Kärnten রাজ্যে ৫১৩ জন,Vorarlberg রাজ্যে ৩৪৮ জন এবং Burgenland রাজ্যে ১৮৬ জন নতুন করে সংক্রামিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫০,৬৬,৭৯০ জন এবং মৃত্যুবরণ করেছেন ২০,৭১২ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন ৪৯,৭৯,১০৬ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৬৬,৯৭২ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৬১ জন এবং হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন ৯৭৩ জন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রনালয়ের তথ্য অনুযায়ী গতকাল শুক্রবার (২৩ সেপ্টেম্বর) মোট করোনার প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে ১০,৩৩১ ডোজ।
যার মধ্যে ৮,৭৯১ টি বুস্টার ডোজ বা টিকা (৪র্থ, ৫ম এবং প্রতিটি পরবর্তী টিকা ডোজ)। বর্তমানে অস্ট্রিয়ায় জাতীয় টিকাদান কমিটির (এনআইজি) সুপারিশ অনুসারে বৈধভাবে(সনদ) টিকা প্রাপ্তের সংখ্যা ৫২,৯৮,১১১ জন। যা দেশের মোট জনসংখ্যার শতকরা ৫৮,৭ শতাংশ।

কবির আহমেদ/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »