ইউরোপে বাংলাদেশী বংশোদ্ভূত সাংবাদিকদের পরিবার খ্যাত অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবে (আয়েবাপিসি) ইউরোপের ডজন খানেক দেশের সাংবাদিক রয়েছেন
ব্যুরো চীফ, অস্ট্রিয়াঃ গতকাল সোমবার (১৯ সেপ্টেম্বর) অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের আসন্ন অভিষেক অনুষ্ঠান সফল করতে কার্যকরী কমিটির এক আন্তর্জাতিক ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত হয়েছে।
জার্মানি থেকে আয়েবাপিসির সভাপতি হাবিবুর রহমান হেলালের সভাপতিত্বে বৈঠকটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইতালি থেকে আয়েবাপিসির সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন। ইউরোপের একাধিক দেশের কার্যকরী কমিটির সদস্য এই বৈঠকে যোগদান করেন।
গতকালের এই ভার্চুয়াল মিটিংয়ে অভিষেক অনুষ্ঠানের স্বাগতিক দেশ অস্ট্রিয়া থেকে অংশগ্রহণ করেন আয়েবাপিসির প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান,ধর্ম বিষয়ক সম্পাদক কবির আহমেদ এবং সম্মানিত সদস্য মাইদুল ইসলাম মামুন।
ভার্চুয়াল বৈঠকে কার্যকরী কমিটির অনেক সদস্য পেশাদারি কাজ থাকায় উপস্থিত থাকতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন। ভার্চুয়াল বৈঠকে নেতৃবৃন্দ অভিষেক অনুষ্ঠানটি সফল করতে স্বাগতিক দেশের নেতৃবৃন্দের সাথে খোলামেলা আলোচনা করেন। অতিথি নেতৃবৃন্দ স্বাগতিক দেশের নেতৃবৃন্দকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। ধারণা করা হচ্ছে ৪১ সদস্য বিশিষ্ট বিশাল কমিটির অর্ধেকেরও বেশী সদস্য ভিয়েনার অভিষেক অনুষ্ঠানে যোগদান করতে অস্ট্রিয়া সফরে আসছেন। অনেকেই ইতিমধ্যেই বিমানের টিকিট কিনেছেন বলে জানিয়েছেন।
এখানে উল্লেখ্য যে,গত বছরের ৫ ডিসেম্বর এক অনলাইনে ভার্চুয়াল সভার মাধ্যমে আয়েবাপিসির ২০২১-২৩ সময়কালের জন্য ৪১ সদস্য বিশিষ্ট এক বিশাল পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটিতে জার্মানি প্রবাসী হাবিবুর রহমান হেলালকে সভাপতি ও ইতালি প্রবাসী জাকির হোসেন সুমনকে সাধারণ সম্পাদক করা হয়।
আয়েবাপিসির কার্যকরী কমিটির বাকী সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি এনায়েত হোসেন সোহেল (ফ্রান্স), সহ-সভাপতি সেলিম উদ্দিন (যুক্তরাজ্য), সহ-সভাপতি জাহিদ আলম মাসুদ (যুক্তরাজ্য), সহ-সভাপতি নাঈম হাসান পাভেল (যুক্তরাজ্য), সহ-সভাপতি মেজবাহ উদ্দিন (ইতালি), সহ-সভাপতি শাহীন খলিল কাউসার (ইতালি), সহ-সভাপতি মো. জিয়াউর রহমান খান সোহেল (ইতালি),
সাধারণ সম্পাদক এসকে এমডি জাকির হোসেন সুমন (ইতালি), যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল-আমিন (ইতালি), যুগ্ম সাধারণ সম্পাদক সাবুল আহমেদ (ফ্রান্স), যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম মুন (পর্তুগাল), যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম দবির তালুকদার।
কোষাধ্যক্ষ মনির হোসেন (পর্তুগাল), সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দীন রাজি (স্পেন), সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ তানভীর আহমদ (পর্তুগাল), সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন স্বপন (ইতালি), সাংগঠনিক সম্পাদক শাহ সোহেল আহমেদ (ফ্রান্স), সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভূঁইয়া ডালিম (গ্রীস), সাংগঠনিক সম্পাদক সজিব আহমেদ (মাল্টা)।
দপ্তর সম্পাদক আল-আমিন হোসেন (ইতালি), প্রচার সম্পাদক নুরুল আলম জনি (ইতালি), তথ্য বিষয়ক সম্পাদক সামসুজ্জামান উদয় (জার্মানি), সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল (ইতালি), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কাজী মাহফুজ রানা (ইতালি), ক্রীড়া বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান টিটু (স্পেন), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খন্দকার মেভিজ পরমা (গ্রীস), অভিবাসন বিষয়ক সম্পাদক শাহ ইমরুল হাসান (গ্রীস), সমাজসেবা বিষয়ক সম্পাদক আবদুল গাফফার আমান (সুইজারল্যান্ড), ধর্ম বিষয়ক সম্পাদক কবির আহমেদ (অস্ট্রিয়া)।
অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সম্মানিত সদস্যরা হলেন, মনিরুজ্জামান মনির (ইতালি), মাহবুবুর রহমান (অস্ট্রিয়া), কমরেড খোন্দকার (ইতালি), জহিরুল ইসলাম (গ্রীস), ফয়জুল হক রানা (স্পেন), মোহাম্মদ তাহির হোসেন (পর্তুগাল), মাইদুল ইসলাম খান (অস্ট্রিয়া), নাজনীন আখতার (ইতালি)।
উপদেষ্টা মণ্ডলের সদস্যরা হলেন, প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমান (অষ্ট্রিয়া), উপদেষ্টা হাবীব চৌধুরী (ইতালি), উপদেষ্টা এ কে এম জহিরুল ইসলাম (স্পেন), উপদেষ্টা ড. মোহাম্মদ মুক্তার হোসেন (ইতালি), উপদেষ্টা সৈয়দ কামরুল সারোয়ার (ইতালি), উপদেষ্টা লোকমান হোসেন (স্পেন)।
কবির আহমেদ/ইবিটাইমস