গত ৫০০ বছরের মধ্যে সর্বোচ্চ খরার কবলে অস্ট্রিয়া

বুর্গেনল্যান্ড রাজ্যের Neusiedler am See থেকে শুরু করে খরার কবলে পশ্চিম অস্ট্রিয়ার Vorarlberg রাজ্যের Lake Constance (Bodensee), যা সুইজারল্যান্ড ও জার্মানি পর্যন্ত বিস্তৃত 

ব্যুরো চীফ, অষ্ট্রিয়াঃ অস্ট্রিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছে,উত্তর ইতালির পর এইবার অস্ট্রিয়ার খরা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। শুকিয়ে যাচ্ছে অস্ট্রিয়ার বিভিন্ন লেকের পানি। ইউরোপীয় মহাদেশের একাধিক দেশে ক্রমাগত খরার পর এখন কয়েকটি অস্ট্রিয়ান অঞ্চলকে আরও বেশি করে প্রভাবিত করছে। লেক Neusiedl থেকে লেক কনস্ট্যান্স পর্যন্ত বর্তমানে খরা পরিস্থিতি প্রকট আকার ধারণ করছে।

চলমান খরার ফলে অস্ট্রিয়ার প্রকৃতি এবং অনেক কৃষকের জন্য একটি বিপর্যয় ডেকে আনতে যাচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী অস্ট্রিয়ায় গত কয়েক সপ্তাহ ধরে গতানুগতিক বৃষ্টিপাতের তুলনায় খুব কমই বৃষ্টিপাত হয়েছে। এই গ্রীষ্মে তাপমাত্রা গত বছরের তুলনায় দীর্ঘমেয়াদী গড় তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। সমগ্র ইউরোপ জুড়েই এই প্রাকৃতিক সমস্যায় ভুগছে।

ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের রিসার্চ সার্ভিসের কর্মকর্তা আন্দ্রেয়া তোরেটি ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে বলেন,অস্ট্রিয়া সহ ইউরোপের চলমান খরা গত ৫০০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে।

অস্ট্রিয়ার জনপ্রিয় সম্প্রচার কেন্দ্র oe24.এর টিভি রিপোর্টার ডেভিড হারম্যান-মেং অস্ট্রিয়ার পূর্বাঞ্চলের রাজ্য বুর্গেনল্যান্ডের Neusiedler am See লেকের পাশে একটি শুকনো খালে দাঁড়িয়ে কথা বলেন। পানি শুকিয়ে যাওয়ার ফলে এটিকে এখন চন্দ্রের একটি গর্তের মতো দেখাচ্ছে। সাধারণত এখানে জলের পৃষ্ঠ সাধারণত ১২০ হেক্টর পর্যন্ত বিস্তৃত থাকার কথা। তবে এখন সবকিছু শুকনো।  ব্যাপক বিলুপ্তি ঠেকাতে জুলাইয়ের শেষে ৩০ টন মাছ অবমুক্ত করা হয় বলেও জানিয়েছে সম্প্রচার কেন্দ্রটি।

লোয়ার অস্ট্রিয়ার (NÖ) রাজ্যের Atzelsdorf এলাকার কৃষক জোহানেস বুখার্ট oe24.TV কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন,”খরার কারণে মাটিতে ফাটল রয়েছে, আমার বীট ঝুলে পড়ছে, ভুট্টা শুকিয়ে গেছে।” দুঃখজনক ব্যালেন্স শীট: “আমরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি। এদিকে বীমা কোম্পানি জনৈক এক কর্মকর্তা অস্ট্রিয়ান সংবাদ মাধ্যমকে জানান এই বছরের খরায় অস্ট্রিয়ান কৃষকরা প্রায় ১০০ মিলিয়ন ইউরোর আর্থিক ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে।

এদিকে অস্ট্রিয়ায় পুনরায় করোনার সংক্রমণের বিস্তার বাড়ছে বলে সকালে স্বাস্থ্যমন্ত্রণালয়ের প্রতিদিনের করোনার প্রেস ব্রিফিংয়ে জানা গেছে। আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন ৭,৬৪১ জন এবং মৃত্যুবরণ করেছেন ১০ জন।

আজ রাজধানী ভিয়েনায় বৈশ্বিক মহামারী করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের সাব ভ্যারিয়েন্টে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২,৫১৫ জন এবং আজ করোনায় মারা গেছেন ১০ জন।

অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে আজ নতুন করে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন- যেমন NÖ রাজ্যে ১৭১০ জন,OÖ রাজ্যে ১০০৯ জন,Steiermark রাজ্যে ৯১৮ জন,Kärnten রাজ্যে ৪০২ জন,Tirol রাজ্যে ৩৪০ জন,Salzburg রাজ্যে ২১১ জন এবং Burgenland রাজ্যে ২০১ জন।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৮,৪৫,৮৮২ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৯,৩০৬ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৪৭,৫৪,৩৬৫ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৭২,২১১ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৬৬ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১৭৯ জন।

কবির আহমেদ/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »