
মঠবাড়িয়ায় দুই নদীর সংযোগ খালের বাধ অপসারণের দাবীতে মানববন্ধন
ডিস্ট্র্র্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ার বলেশ্বর নদী ও বরগুনার বিষখালী নদীর সংযোগ খাল উপজেলার মিরুখালী ইউনয়নের বাদুরা গ্রাম এলাকায় খালের ওপর একাধিক বাধ অপসারণের দাবীতে মানববন্ধন করেছে বিক্ষুব্দ গ্রামবাসি। শনিবার (০৬ আগস্ট) দুপুরে উপজেলার মিরুখালী ইউনয়নের গাজীরহাট বাজার সংলগ্ন ভুতা খালের পাড়ে বাদুরা, ছোট শৌলা, বড় শৌলা, ভগিরথপুর ও ঘোপখালী গ্রামবাসি এ মানববন্ধনের আয়োজন করেন। স্থানীয়…