বর্তমান সময়ের উদিয়মান জনপ্রিয় বাংলা অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমসের এডিটোরিয়াল বোর্ড ঢাকায় এক বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানায়
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও অস্ট্রিয়া থেকে যৌথভাবে প্রকাশিত বর্তমান সময়ের জনপ্রিয় অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমসের এডিটোরিয়াল বোর্ড, পত্রিকাটির চীফ এডিটর মাহবুবুর রহমানের সভাপতিত্বে এক বিশেষ বৈঠকে তাদের ভিয়েনা তথা অস্ট্রিয়া প্রতিনিধি কবির আহমেদকে পদোন্নতি দিয়ে পত্রিকাটির ইউরোপ ব্যুরো চীফ করার সিদ্ধান্ত নিয়েছেন। কবির আহমেদ ইউরো বাংলা টাইমসের জন্মলগ্ন থেকেই এর সাথে সংশ্লিষ্ট আছেন। আগামী ১ আগস্ট ২০২২ থেকে এই পদোন্নতি কার্যকর হবে।
কবির আহমেদ দীর্ঘ প্রায় ৩০ বছর যাবৎ অস্ট্রিয়া প্রবাসী। তিনি ১৯৬৯ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তবে তার পৈতৃক বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায়। তিনি বিবাহিত এবং দুই ছেলে ও এক মেয়ের জনক। তিনি সাংবাদিকতার পাশাপাশি বর্তমানে অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ের (ÖBB) ক্যাটারিং বিভাগে শিফট প্রধান হিসাবে কর্মরত আছেন।
ইউরো বাংলা টাইমসের এডিটোরিয়াল বোর্ড ও পরিবারের পক্ষ থেকে আমাদের নতুন ইউরোপ ব্যুরো চীফ কবির আহমেদ কে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।
নি ডে /ইবিটাইমস