ভিয়েনা ১০:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গরমে পুড়ছে ইউরোপ, তাপপ্রবাহে ব্রিটেনে গলে গেল ট্রেন সিগন্যাল !

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:১২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
  • ১০ সময় দেখুন

অবিশ্বাস্য হলেও সত্য, প্রচণ্ড গরমে বৃটেনে গলে গিয়েছে ধাতব দিয়ে তৈরি ট্রেনের সিগন্যাল

ইউরোপ ডেস্কঃ বৃটেনের স্থানীয় ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে বর্তমান চলমান গ্রীষ্মকালীন প্রচণ্ড তাপপ্রবাহ গতকাল (২০ জুলাই) বৃটেনে চরম আকার ধারন করে। গতকালের তাপমাত্রা প্লাস ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককেই ৪০,৪১ এমনকি ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পোস্ট দিতে দেখা গেছে।

এই রকম তাপমাত্রা ইতিপূর্বে শুধুমাত্র আরব দেশ সমূহ এবং আফ্রিকা মহাদেশের সাহারা মরুভূমির আশপাশের দেশ সমূহে দেখা যেত। বৃটিশ সংবাদ
মাধ্যম জানিয়েছে গতকাল প্রচণ্ড তাপদাহে বৃটেনের বিভিন্ন জায়গায় গাছে এবং জঙ্গলে আগুন লেগে যায়। সবচেয়ে অবিশ্বাস্য ঘটনা ঘটেছে বৃটেনের ন্যাশনাল রেলওয়ের অনেক জায়গাতেই ভারী ধাতব দিয়ে তৈরি ট্রেনের সিগন্যাল পোস্ট গলে যায়। ফলে অনেক জায়গাতেই স্থবির হয়ে পড়ে রেল যোগাযোগ।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী তীব্র গরমে পুড়ছে গোটা ইউরোপ। এর মধ্যে বর্তমানে ব্রিটেনের অবস্থা ভয়াবহ। সেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। গরমে হাঁসফাঁস করছেন ব্রিটেনের মানুষ। তার মধ্যেই এই ছবি প্রকাশ্যে আসায় সে দেশে গরমের ভয়াবহতা দেখে শিউরে উঠতে হচ্ছে। এক দিকে গরম, অন্য দিকে দাবানল— এই দুই প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়ছে ব্রিটেন-সহ গোটা ইউরোপ।

ব্রিটেনের ন্যাশনাল রেলওয়ে গলে যাওয়া সিগন্যালের ছবি টুইট করে নাগরিকদের উদ্দেশে বৃটিশ রেল কর্তৃপক্ষ বলেছে, ‘ট্রেনে যাত্রা শুরুর আগে ভাল করে দেখে নিন, পরিষেবা স্বাভাবিক আছে কি না।’ প্রবল গরমের জেরে ট্রেনের সিগন্যাল বহু জায়গায় গলে যাওয়ায় পরিষেবা ব্যাহত হচ্ছে। শুধু তাই-ই নয়, রেললাইনে আগুন ধরে যাচ্ছে। ফলে রেল পরিষেবা বহু জায়গায় সীমিত করে দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে আরও বলা হয়েছে, গ্রেটার ম্যাঞ্চেস্টারের বহু রাস্তায় পিচ গলে গিয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। রাস্তা গলে যাওয়ার ছবিও কয়েক দিন আগেই প্রকাশ্যে এসেছিল।

এদিকে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুধু ব্রিটেনেই তাপপ্রবাহে মৃত্যু হয়েছে ১৩ জনের।

কবির আহমেদ/ইবিটাইমস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গরমে পুড়ছে ইউরোপ, তাপপ্রবাহে ব্রিটেনে গলে গেল ট্রেন সিগন্যাল !

আপডেটের সময় ১১:১২:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২

অবিশ্বাস্য হলেও সত্য, প্রচণ্ড গরমে বৃটেনে গলে গিয়েছে ধাতব দিয়ে তৈরি ট্রেনের সিগন্যাল

ইউরোপ ডেস্কঃ বৃটেনের স্থানীয় ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে বর্তমান চলমান গ্রীষ্মকালীন প্রচণ্ড তাপপ্রবাহ গতকাল (২০ জুলাই) বৃটেনে চরম আকার ধারন করে। গতকালের তাপমাত্রা প্লাস ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককেই ৪০,৪১ এমনকি ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পোস্ট দিতে দেখা গেছে।

এই রকম তাপমাত্রা ইতিপূর্বে শুধুমাত্র আরব দেশ সমূহ এবং আফ্রিকা মহাদেশের সাহারা মরুভূমির আশপাশের দেশ সমূহে দেখা যেত। বৃটিশ সংবাদ
মাধ্যম জানিয়েছে গতকাল প্রচণ্ড তাপদাহে বৃটেনের বিভিন্ন জায়গায় গাছে এবং জঙ্গলে আগুন লেগে যায়। সবচেয়ে অবিশ্বাস্য ঘটনা ঘটেছে বৃটেনের ন্যাশনাল রেলওয়ের অনেক জায়গাতেই ভারী ধাতব দিয়ে তৈরি ট্রেনের সিগন্যাল পোস্ট গলে যায়। ফলে অনেক জায়গাতেই স্থবির হয়ে পড়ে রেল যোগাযোগ।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী তীব্র গরমে পুড়ছে গোটা ইউরোপ। এর মধ্যে বর্তমানে ব্রিটেনের অবস্থা ভয়াবহ। সেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। গরমে হাঁসফাঁস করছেন ব্রিটেনের মানুষ। তার মধ্যেই এই ছবি প্রকাশ্যে আসায় সে দেশে গরমের ভয়াবহতা দেখে শিউরে উঠতে হচ্ছে। এক দিকে গরম, অন্য দিকে দাবানল— এই দুই প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়ছে ব্রিটেন-সহ গোটা ইউরোপ।

ব্রিটেনের ন্যাশনাল রেলওয়ে গলে যাওয়া সিগন্যালের ছবি টুইট করে নাগরিকদের উদ্দেশে বৃটিশ রেল কর্তৃপক্ষ বলেছে, ‘ট্রেনে যাত্রা শুরুর আগে ভাল করে দেখে নিন, পরিষেবা স্বাভাবিক আছে কি না।’ প্রবল গরমের জেরে ট্রেনের সিগন্যাল বহু জায়গায় গলে যাওয়ায় পরিষেবা ব্যাহত হচ্ছে। শুধু তাই-ই নয়, রেললাইনে আগুন ধরে যাচ্ছে। ফলে রেল পরিষেবা বহু জায়গায় সীমিত করে দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে আরও বলা হয়েছে, গ্রেটার ম্যাঞ্চেস্টারের বহু রাস্তায় পিচ গলে গিয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। রাস্তা গলে যাওয়ার ছবিও কয়েক দিন আগেই প্রকাশ্যে এসেছিল।

এদিকে লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুধু ব্রিটেনেই তাপপ্রবাহে মৃত্যু হয়েছে ১৩ জনের।

কবির আহমেদ/ইবিটাইমস