ভিয়েনার দানিউব নদীর পাড়ে অস্ট্রিয়া কুমিল্লা সমিতির ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

অস্ট্রিয়া কুমিল্লা সমিতি অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন আঞ্চলিক সংগঠনগুলির অন্যতম মধ্যে অন্যতম শক্তিশালী একটি সংগঠন

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে আমাদের ইউরো বাংলা টাইমসের প্রতিনিধি জানান, গতকাল (১৭ জুলাই) ভিয়েনার ভিতর দিয়ে প্রবাহিত হয়ে যাওয়া ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী দানিউব (জার্মানি ভাষায় Donau) নদীর পাড়ে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির অন্যতম আঞ্চলিক সংগঠন অস্ট্রিয়া কুমিল্লা সমিতি পবিত্র ঈদুল আযহার পুণর্মিলনী ও ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠান অত্যন্ত জাঁকজঁমক ভাবে সম্পন্ন করছে।

বর্তমানে চলমান গ্রীষ্মকালীন ছুটিতে অনেক পরিবার বাংলাদেশে ছুটিতে থাকলেও বিপুল সংখ্যক অস্ট্রিয়ায় সবাসকারী কুমিল্লাবাসী গতকালের এই অনুষ্ঠানে যোগদান করেন। অনুষ্ঠানে অস্ট্রিয়া কুমিল্লা সমিতির মহিলা সদস্যরা সদ্য সমাপ্ত কুরবানির মাংস ছাড়াও মুখরোচক হরেক রকমের খাবার পরিবেশন করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে নদীর তীরের খোলা মাঠে সমিতির বর্তমান সভাপতি মামুন হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবির আহমেদের সঞ্চালনায় এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় গত ঈদুল ফিতরে কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায় দুস্থ ও অসহায় “দিনে আনে দিনে খায়” মানুষের জন্য ঈদুল ফিতরের প্যাকেজ, ঈদুল ফিতরের পুণর্মিলনী এবং সদ্য সমাপ্ত সমিতির স্লোভাকিয়ার পিকনিক এবং সুনামগঞ্জের বন্যাকবলিত ধর্মপাশা উপজেলায় ত্রাণ বিতরণ সম্পর্কে বিস্তারিত বিবরণ ও আয়-ব্যয়ের বিস্তারিত রিপোর্ট উপস্থাপন করেন সাধারণ সম্পাদক কবির আহমেদ।

সভায় সমিতির সভাপতি মামুন হাসান এক বক্তব্যে অস্ট্রিয়া কুমিল্লার সমিতির সকল সদস্যদের প্রতি অস্ট্রিয়ার বিভিন্ন কার্যক্রমে অত্যন্ত দ্রুততার সাথে
সাড়া দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই বিশেষ সভায় আরও বক্তব্য রাখেন সমিতির প্রাক্তন তিন সভাপতি যথাক্রমে জসিম উদ্দিন সরকার,ওয়াহিদুল আলম ও জাকারিয়া সাইমুন।

আমাদের প্রতিনিধির সাথে এক সাক্ষাৎকারে অস্ট্রিয়া কুমিল্লা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি জসিম উদ্দিন সরকার বলেন, প্রবাসী জীবনের একাকীত্ব এবং শত ব্যস্ততার মাঝে একটু আনন্দ আনার উদ্দেশ্যে ২০১৩ সালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বসবাসকারী আমরা কয়েকজন একসাথে মিলিত হয়ে অস্ট্রিয়া কুমিল্লা সমিতি প্রতিষ্ঠা করি। অস্ট্রিয়ায় প্রায় তিন শতাধিকের উপরে কুমিল্লাবাসীর বসবাস। যদিও এদের সিংহভাগই অস্ট্রিয়ান নাগরিক। তথাপি পৈতৃক বাড়ি কুমিল্লার প্রতি রয়েছে সকলের অবিরাম ভালোবাসা।

অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটিতে রয়েছে অসংখ্য আঞ্চলিক সংগঠন। আসলে এই সমস্ত আঞ্চলিক সংগঠনের মাধ্যমে প্রবাসী জীবনে আত্মীয়স্বজন
বঞ্চিত প্রবাসীদের মধ্যে তৈরী হয়েছে নতুন এক আত্মীয়তার সেতু বন্ধন।

কবির আহমেদ/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »