ভিয়েনা ০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রিয়ার উপ প্রধানমন্ত্রী কোগলার করোনায় আক্রান্ত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:২৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
  • ১৮ সময় দেখুন

অস্ট্রিয়ান সরকারের উপপ্রধান ভাইস চ্যান্সেলর করোনভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে আইসোলেশনে আছেন

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে সরকারের উপপ্রধান “ভাইস চ্যান্সেলর” ভার্নার কোগলার (Greens) করোনা ভাইরাসের পিসিআর টেস্ট পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। তিনি বর্তমানে হালকা উপসর্গ নিয়ে নিজ বাড়িতেই অবস্থান করছেন।

সরকারের উপপ্রধান ভার্নার কোগলারের প্রেস সচিব এক সংক্ষিপ্ত সংবাদ ব্রিফিংয়ে তার করোনা পজিটিভ হওয়ার কথা জানান। কোগলারের প্রেস
সচিব আরও জানান,তিনি বাড়িতেই অবস্থান করছেন এবং তার সকল সরকারি অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। তিনি কমপক্ষে আগামী এক সপ্তাহ বাড়িতেই হোম অফিস করবেন বলে তার মুখপাত্র জানিয়েছেন।

তার প্রেস সচিব সোমবার (১১ জুলাই) সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে আরও জানান,অবশ্যই ভাইস চ্যান্সেলর কোগলার পজিটিভ শনাক্ত হওয়ার পর আর কোনো অ্যাপয়েন্টমেন্ট রাখেন না – এমনকি আগামীকাল মঙ্গলবার অস্ট্রিয়ায় জার্মানির ভাইস চ্যান্সেলর, অর্থনীতি এবং জলবায়ু সুরক্ষা মন্ত্রী রবার্ট হ্যাবেক (গ্রিনস) এর সাথে তার বৈঠক বাতিল করা হয়েছে।

এপিএ আরও জানান, ভাইস চ্যান্সেলর ভার্নার কোগলারের আগামীকালের প্রোগ্রামের মধ্যে ছিল অস্ট্রিয়ার পরিবেশ মন্ত্রী লিওনোর গেওয়েসলার (গ্রিনস) এর সাথে একটি দ্বিপাক্ষিক আলোচনা, তারপরে একটি যৌথ প্রেস ইভেন্ট এবং সিমারিং পাওয়ার প্ল্যান্টের একটি বড় তাপ পাম্প পরিদর্শন।

এদিকে আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন ৭,২২৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ৭ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন ২,৩৬৮ জন।

অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ১,৬১৫ জন,OÖ রাজ্যে ১,০৭০ জন,Steiermark রাজ্যে ৫২৮ জন,Tirol রাজ্যে ৪০৫ জন Kärnten রাজ্যে ৩৮৮ জন, Salzburg রাজ্যে ৩১৫ জন,Vorarlberg রাজ্যে ৩০৬ জন এবং Burgenland রাজ্যে ২৩৩ জন নতুন করেকরোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৫,৩৬,৮৭২ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ১৮,৮৮৪ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৪৪,০১,৬১৬ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১,১৬,৩৭২ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৫৭ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১,১০৩ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ইবিটাইমস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়ার উপ প্রধানমন্ত্রী কোগলার করোনায় আক্রান্ত

আপডেটের সময় ০১:২৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২

অস্ট্রিয়ান সরকারের উপপ্রধান ভাইস চ্যান্সেলর করোনভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে আইসোলেশনে আছেন

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে সরকারের উপপ্রধান “ভাইস চ্যান্সেলর” ভার্নার কোগলার (Greens) করোনা ভাইরাসের পিসিআর টেস্ট পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। তিনি বর্তমানে হালকা উপসর্গ নিয়ে নিজ বাড়িতেই অবস্থান করছেন।

সরকারের উপপ্রধান ভার্নার কোগলারের প্রেস সচিব এক সংক্ষিপ্ত সংবাদ ব্রিফিংয়ে তার করোনা পজিটিভ হওয়ার কথা জানান। কোগলারের প্রেস
সচিব আরও জানান,তিনি বাড়িতেই অবস্থান করছেন এবং তার সকল সরকারি অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। তিনি কমপক্ষে আগামী এক সপ্তাহ বাড়িতেই হোম অফিস করবেন বলে তার মুখপাত্র জানিয়েছেন।

তার প্রেস সচিব সোমবার (১১ জুলাই) সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে আরও জানান,অবশ্যই ভাইস চ্যান্সেলর কোগলার পজিটিভ শনাক্ত হওয়ার পর আর কোনো অ্যাপয়েন্টমেন্ট রাখেন না – এমনকি আগামীকাল মঙ্গলবার অস্ট্রিয়ায় জার্মানির ভাইস চ্যান্সেলর, অর্থনীতি এবং জলবায়ু সুরক্ষা মন্ত্রী রবার্ট হ্যাবেক (গ্রিনস) এর সাথে তার বৈঠক বাতিল করা হয়েছে।

এপিএ আরও জানান, ভাইস চ্যান্সেলর ভার্নার কোগলারের আগামীকালের প্রোগ্রামের মধ্যে ছিল অস্ট্রিয়ার পরিবেশ মন্ত্রী লিওনোর গেওয়েসলার (গ্রিনস) এর সাথে একটি দ্বিপাক্ষিক আলোচনা, তারপরে একটি যৌথ প্রেস ইভেন্ট এবং সিমারিং পাওয়ার প্ল্যান্টের একটি বড় তাপ পাম্প পরিদর্শন।

এদিকে আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন ৭,২২৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ৭ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন ২,৩৬৮ জন।

অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ১,৬১৫ জন,OÖ রাজ্যে ১,০৭০ জন,Steiermark রাজ্যে ৫২৮ জন,Tirol রাজ্যে ৪০৫ জন Kärnten রাজ্যে ৩৮৮ জন, Salzburg রাজ্যে ৩১৫ জন,Vorarlberg রাজ্যে ৩০৬ জন এবং Burgenland রাজ্যে ২৩৩ জন নতুন করেকরোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৫,৩৬,৮৭২ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ১৮,৮৮৪ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৪৪,০১,৬১৬ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১,১৬,৩৭২ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৫৭ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১,১০৩ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ইবিটাইমস