রাজধানী ভিয়েনায় সকাল ৬ টায় ভিয়েনা ইন্টারন্যাশনাল ইসলামিক সেন্টার মসজিদে ঈদের প্রথম ও প্রধান নামাজ অনুষ্ঠিত হয়েছে

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে আমাদের ইউরো বাংলা টাইমসের প্রতিনিধি জানান,আজ শনিবার (৯ জুলাই) সৌদি আরবের সাথে মিল রেখে অন্যান্য ইউরোপীয় দেশের মত অস্ট্রিয়াতেও যথাযথ ভাব গাম্ভীর্য্য ও ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে।
দিনের শুরুতেই সকাল ৬ টায় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ইন্টারন্যাশনাল ইসলামিক সেন্টার মসজিদে ঈদুল আযহার প্রথম ও প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়েছে।এই মসজিদে সকাল সাড়ে সাতটায় ঈদুল আযহার নামাজের দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হয়েছে।
এই দুই জামায়াতে অস্ট্রিয়ায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশী সহ বিভিন্ন দেশের প্রায় ২০,০০০ হাজার মুসুল্লি অংশগ্রহণ করেন।ভিয়েনা রাজ্য পুলিশ প্রশাসন থেকে ব্যাপক নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এই বছর মসজিদ কর্তৃপক্ষ থেকে নিয়োগকৃত স্বেচ্ছাসেবক দলকেও বিশাল জন সমুদ্রে নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।
আজ ঈদের নামাজে বিপুল সংখ্যক মহিলাদেরও নামাজ আদায় করতে দেখা গেছে। করোনার কোন বিধিনিষেধ না থাকায় লোকজন খুব স্বাচ্ছন্দ্যভাবে
নামাজ আদায় করেন।
আজ পবিত্র ঈদুল আযহার দিনে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন মসজিদে একাধিক ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।এর মধ্যে অন্যতম ভিয়েনার ৫ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মোকারম মসজিদ, ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর মসজিদ, ২০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর মসজিদ এবং ভিয়েনার ২০ নাম্বার ডিস্ট্রিক্টের নুরে মদিনা মসজিদ ভিয়েনায় ব্যাপক সংখ্যক প্রবাসী বাংলাদেশী পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেন।
অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন মসজিদে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা ঈদের নামাজ আদায় করেন। প্রতিটি মসজিদেই খুতবায় হযরত ইব্রাহীম আঃ এবং হযরত ইসমাইল আঃ এর ঐতিহাসিক ঘটনাবলী আলোচনা করা হয়।
নামাজের পর অস্ট্রিয়ায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশীরা ভিয়েনা থেকে প্রায় ৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভিয়েনার পার্শ্ববর্তী রাজ্য লোয়ার অস্ট্রিয়ার বিভিন্ন কসাইখানায় পশু কোরবানী করেন। তবে অনেকেই আবার আগামীকাল রবিবার কোরবানী করতে যাবেন।
অস্ট্রিয়া ও বাংলাদেশ থেকে যৌথভাবে প্রকাশিত অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমসের পরিবারের পক্ষ থেকে আমাদের সকল শুভাকান্খিদের প্রতি
রইল ঈদের আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। ঈদ মোবারক ।
কবির আহমেদ /ইবিটাইমস


























