ভিয়েনা ০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রিয়ায় পুনরায় করোনার নতুন সংক্রমণ বৃদ্ধি !

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:২৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২
  • ১৭ সময় দেখুন

আগামী সেপ্টেম্বর থেকে পুনরায় করোনার আরেকটি প্রাদুর্ভাবের আশঙ্কা। সেপ্টেম্বর থেকে বাধ্যতামূলক FFP2 মাস্ক পড়ার নিয়ম ফেরত আসতে পারে

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ায় পুনরায় করোনার নতুন সংক্রমণের বিস্তার ধীরে ধীরে বাড়ছে। গতকাল বুধবার অস্ট্রিয়ার করোনার টাস্ক ফোর্স গেকোর উদ্ধৃতি দিয়ে দেশের করোনা প্রগনোসিস কনসোর্টিয়াম জানিয়েছে অস্ট্রিয়ায় পুনরায় করোনার নতুন আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে।

সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে, করোনার নতুন সংক্রমণ বিস্তারের “পূর্বাভাস স্বাভাবিক এবং নিবিড় পরিচর্যা ইউনিটগুলির ক্ষেত্রে আরও বৃদ্ধির অনুমান করা হচ্ছে। এই সংখ্যা আগামী আগস্ট মাসের শেষ বা সেপ্টেম্বর মাসের শুরুতেই বিস্ফোরণ আকারে ছড়িয়ে পড়তে পারে বলে সতর্কতা দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক ও পরিসংখ্যানবিদরা।

অস্ট্রিয়ার করোনার টাস্ক ফোর্স গেকোর (GECKO) সাপ্তাহিক পরিসংখ্যান রিপোর্টে বলা হয়েছে বর্তমানে অস্ট্রিয়াতে করোনার ওমিক্রন সাবভ্যারিয়েন্ট এই
BA.5- এর প্রাদুর্ভাব চলছে। এই পরিবর্তিত ভাইরাসটি এখন ইউরোপীয় দেশ পর্তুগালে করোনার আবারও আরেকটি নতুন একটি মহামারীর তরঙ্গের সৃষ্টি করেছে। করোনার টাস্ক ফোর্স গেকোর প্রতিবেদনে আরও বলা হয়েছে, “অস্ট্রিয়ায়, আমরা নতুন সংক্রমণে BA.5/BA.4 অনুপাতের প্রায় সাপ্তাহিক দ্বিগুণ দেখতে পাচ্ছি।”

ক্যালেন্ডার সপ্তাহ ২৩ এ (AGES সেন্টিনেল সিস্টেমের মাধ্যমে), BA .4/ 5 নির্ধারণ করা হয়েছে – অনুপাতের এক সপ্তাহ আগেও শতকরা১৮,৪ শতাংশ ছিল। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে ওমিক্রন সাবভেরিয়েন্ট “একটি নির্দিষ্ট সম্ভাবনার সাথে” বিদ্যমান অ্যান্টিবডি থেরাপির কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে।

করোনার নতুন সংক্রমণের বিস্তার লাভ করায় গত সাতদিন অস্ট্রিয়ায় প্রতি এক লাখ জনপদে বর্তমানে করোনায় সংক্রামিত শনাক্ত আছেন প্রায় ৩৬২ জন।

এদিকে অস্ট্রিয়ার করোনার ট্র্যাফিক লাইট কমিশন বর্তমানে সমগ্র অস্ট্রিয়াকে হলুদ-সবুজ জোন ঘোষণা করেছে। কমিশন আশা করছে অস্ট্রিয়ায় পুনরায় করোনার নতুন সংক্রমণের বিস্তার বৃদ্ধি পেলেও সবকিছু সরকারের নিয়ন্ত্রণাধীন আছে।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন ৭,০৯৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ৫ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন ২,৬১১ জন।

অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ১,৪৮৪ জন, OÖ রাজ্যে ৮৫৯ জন,Steiermark রাজ্যে ৬৬০ জন,Tirol রাজ্যে ৪১০ জন,Salzburg রাজ্যে ৩৬৯ জন,Vorarlberg রাজ্যে ৩১৭ জন,Burgenland রাজ্যে ১৯২ জন এবং Kärnten রাজ্যে ১৯১ জন নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ সমগ্র দেশে করোনার প্রতিষেধক টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ১৬২ জন এবং করোনার প্রতিষেধক টিকার বুস্টার বা তৃতীয় ডোজ গ্রহণ করেছেন ২,৮৯৫ জন।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৩,১২,৫২৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৮,৭২০ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৪২,৪১,০৮৪ জন। বর্তমানে অস্ট্রিয়ায় করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৫২,৭২১ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৩১ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫০০ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ইবিটাইমস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ট্রিয়ায় পুনরায় করোনার নতুন সংক্রমণ বৃদ্ধি !

আপডেটের সময় ০৭:২৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২

আগামী সেপ্টেম্বর থেকে পুনরায় করোনার আরেকটি প্রাদুর্ভাবের আশঙ্কা। সেপ্টেম্বর থেকে বাধ্যতামূলক FFP2 মাস্ক পড়ার নিয়ম ফেরত আসতে পারে

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ায় পুনরায় করোনার নতুন সংক্রমণের বিস্তার ধীরে ধীরে বাড়ছে। গতকাল বুধবার অস্ট্রিয়ার করোনার টাস্ক ফোর্স গেকোর উদ্ধৃতি দিয়ে দেশের করোনা প্রগনোসিস কনসোর্টিয়াম জানিয়েছে অস্ট্রিয়ায় পুনরায় করোনার নতুন আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে।

সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে, করোনার নতুন সংক্রমণ বিস্তারের “পূর্বাভাস স্বাভাবিক এবং নিবিড় পরিচর্যা ইউনিটগুলির ক্ষেত্রে আরও বৃদ্ধির অনুমান করা হচ্ছে। এই সংখ্যা আগামী আগস্ট মাসের শেষ বা সেপ্টেম্বর মাসের শুরুতেই বিস্ফোরণ আকারে ছড়িয়ে পড়তে পারে বলে সতর্কতা দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক ও পরিসংখ্যানবিদরা।

অস্ট্রিয়ার করোনার টাস্ক ফোর্স গেকোর (GECKO) সাপ্তাহিক পরিসংখ্যান রিপোর্টে বলা হয়েছে বর্তমানে অস্ট্রিয়াতে করোনার ওমিক্রন সাবভ্যারিয়েন্ট এই
BA.5- এর প্রাদুর্ভাব চলছে। এই পরিবর্তিত ভাইরাসটি এখন ইউরোপীয় দেশ পর্তুগালে করোনার আবারও আরেকটি নতুন একটি মহামারীর তরঙ্গের সৃষ্টি করেছে। করোনার টাস্ক ফোর্স গেকোর প্রতিবেদনে আরও বলা হয়েছে, “অস্ট্রিয়ায়, আমরা নতুন সংক্রমণে BA.5/BA.4 অনুপাতের প্রায় সাপ্তাহিক দ্বিগুণ দেখতে পাচ্ছি।”

ক্যালেন্ডার সপ্তাহ ২৩ এ (AGES সেন্টিনেল সিস্টেমের মাধ্যমে), BA .4/ 5 নির্ধারণ করা হয়েছে – অনুপাতের এক সপ্তাহ আগেও শতকরা১৮,৪ শতাংশ ছিল। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে ওমিক্রন সাবভেরিয়েন্ট “একটি নির্দিষ্ট সম্ভাবনার সাথে” বিদ্যমান অ্যান্টিবডি থেরাপির কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে।

করোনার নতুন সংক্রমণের বিস্তার লাভ করায় গত সাতদিন অস্ট্রিয়ায় প্রতি এক লাখ জনপদে বর্তমানে করোনায় সংক্রামিত শনাক্ত আছেন প্রায় ৩৬২ জন।

এদিকে অস্ট্রিয়ার করোনার ট্র্যাফিক লাইট কমিশন বর্তমানে সমগ্র অস্ট্রিয়াকে হলুদ-সবুজ জোন ঘোষণা করেছে। কমিশন আশা করছে অস্ট্রিয়ায় পুনরায় করোনার নতুন সংক্রমণের বিস্তার বৃদ্ধি পেলেও সবকিছু সরকারের নিয়ন্ত্রণাধীন আছে।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন ৭,০৯৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ৫ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন ২,৬১১ জন।

অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ১,৪৮৪ জন, OÖ রাজ্যে ৮৫৯ জন,Steiermark রাজ্যে ৬৬০ জন,Tirol রাজ্যে ৪১০ জন,Salzburg রাজ্যে ৩৬৯ জন,Vorarlberg রাজ্যে ৩১৭ জন,Burgenland রাজ্যে ১৯২ জন এবং Kärnten রাজ্যে ১৯১ জন নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ সমগ্র দেশে করোনার প্রতিষেধক টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ১৬২ জন এবং করোনার প্রতিষেধক টিকার বুস্টার বা তৃতীয় ডোজ গ্রহণ করেছেন ২,৮৯৫ জন।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৩,১২,৫২৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৮,৭২০ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৪২,৪১,০৮৪ জন। বর্তমানে অস্ট্রিয়ায় করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৫২,৭২১ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৩১ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫০০ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ইবিটাইমস