ঝালকাঠিতে জেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে দিনব্যাপি জেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৫টায়দিনব্যাপি এই পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সরদার মোঃ শাহ্আলম ও সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা। সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম।

জেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা ঝালকাঠির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া প্রতিযোগীতার ১৪ টি ইভেন্টে ৪টি উপজেলা পযার্য়ে ৫৬ জন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ১৬টি ইভেন্টে ৬৪ জন শিক্ষার্থী অংশগ্রহন করেছেন।

সকালে ঝালকাঠির জেলা প্রশাসক শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাথর্ী, অভিভাবক ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাধন রায় ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »