ভিয়েনা ০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হৃদরোগে আক্রান্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
  • ৮১ সময় দেখুন

বেগম খালেদা জিয়ার করোনারি আর্টারিতে রিং বসানো হয়েছে: জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশ ডেস্কঃ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া হঠাৎ অসুস্থবোধ করায়,গতকাল শুক্রবার (১০ জুন) দিবাগত রাতে তাকে বাংলাদেশের রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। খালেদা জিয়ার চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, “বিএনপি চেয়ারপার্সনকে ভোর ৩টা ২০ মিনিটে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়। এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড, শনিবার (১১ জুন) জানিয়েছে,বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন জানান, “বিএনপি চেয়ারপারসনের এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে গঠিত ১২ সদস্যের মেডিকেল বোর্ডের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।”

ডা. জাহিদ হোসেন আরও বলেন, “ম্যাডামের তীব্র করোনারি হার্ট অ্যাটাক হয়েছে। মেডিকেল বোর্ড খুব দ্রুত তার এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছে। মেডিকেল বোর্ড খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পরিবারের সদস্যদের ব্যবস্থা নিতে বলেছে।”শনিবার সকাল ১১টা ১০ মিনিটে মেডিকেল বোর্ড জরুরি বৈঠকে বসে বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ অবস্থা এবং তার হার্টের বিভিন্ন পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে।

ডা. জাহিদ বলেন, “খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হার্ট, লিভার ও কিডনির জটিলতাসহ নানা জটিল রোগে ভুগছেন। তার বিদেশে উন্নত চিকিৎসা নেয়া দরকার। সরকার দীর্ঘদিন ধরে তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে অস্বীকার করে আসছে।”

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব শনিবার (১১ জুন) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে, এক সংবাদ সম্মেলনে বলেন, “চিকিৎসকরা খালেদা জিয়ার এনজিওগ্রাম করে করোনারি আর্টারিতে ব্লকেজ দেখতে পান। পরে তারা সফলভাবে সেখানে একটি রিং স্থাপন করেছেন।”
অবশ্য এর আগেও, দলের এক জরুরি বৈঠকে তিনি বলেন, “খালেদা জিয়ার মাইল্ড হার্ট অ্যাটাক হওয়ায়, এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসা নিশ্চিত করার জন্য গঠিত মেডিকেল বোর্ড এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নেয়।”

মির্জা ফখরুল বলেন, “হার্ট অ্যাটাকের পর বিএনপি চেয়ারপার্সন শ্বাসকষ্টে ভুগছিলেন। রিং বসানোয় তিনি হার্টের সমস্যা থেকে সাময়িক আরোগ্য পাবেন বলে আশা করছেন চিকিৎসকরা।” “উন্নত চিকিৎসা নিতে না পারলে, খালেদার জীবন ঝুঁকির মুখে পড়বে “ উল্লেখ করেন মির্জা ফখরুল।

বিএনপি চেয়ারপার্সনের জীবন বাঁচাতে, তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়ার জন্য আবারও দাবি জানান বিএনপি মহাসচিব। এর আগে, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায়, খালেদা জিয়াকে শনিবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

কবির আহমেদ/ইবিটাইমস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হৃদরোগে আক্রান্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া

আপডেটের সময় ০৭:০৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২

বেগম খালেদা জিয়ার করোনারি আর্টারিতে রিং বসানো হয়েছে: জানালেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশ ডেস্কঃ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া হঠাৎ অসুস্থবোধ করায়,গতকাল শুক্রবার (১০ জুন) দিবাগত রাতে তাকে বাংলাদেশের রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। খালেদা জিয়ার চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, “বিএনপি চেয়ারপার্সনকে ভোর ৩টা ২০ মিনিটে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়। এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড, শনিবার (১১ জুন) জানিয়েছে,বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

বাংলাদেশের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন জানান, “বিএনপি চেয়ারপারসনের এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে গঠিত ১২ সদস্যের মেডিকেল বোর্ডের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।”

ডা. জাহিদ হোসেন আরও বলেন, “ম্যাডামের তীব্র করোনারি হার্ট অ্যাটাক হয়েছে। মেডিকেল বোর্ড খুব দ্রুত তার এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছে। মেডিকেল বোর্ড খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পরিবারের সদস্যদের ব্যবস্থা নিতে বলেছে।”শনিবার সকাল ১১টা ১০ মিনিটে মেডিকেল বোর্ড জরুরি বৈঠকে বসে বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ অবস্থা এবং তার হার্টের বিভিন্ন পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করে।

ডা. জাহিদ বলেন, “খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হার্ট, লিভার ও কিডনির জটিলতাসহ নানা জটিল রোগে ভুগছেন। তার বিদেশে উন্নত চিকিৎসা নেয়া দরকার। সরকার দীর্ঘদিন ধরে তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে অস্বীকার করে আসছে।”

এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব শনিবার (১১ জুন) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে, এক সংবাদ সম্মেলনে বলেন, “চিকিৎসকরা খালেদা জিয়ার এনজিওগ্রাম করে করোনারি আর্টারিতে ব্লকেজ দেখতে পান। পরে তারা সফলভাবে সেখানে একটি রিং স্থাপন করেছেন।”
অবশ্য এর আগেও, দলের এক জরুরি বৈঠকে তিনি বলেন, “খালেদা জিয়ার মাইল্ড হার্ট অ্যাটাক হওয়ায়, এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসা নিশ্চিত করার জন্য গঠিত মেডিকেল বোর্ড এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নেয়।”

মির্জা ফখরুল বলেন, “হার্ট অ্যাটাকের পর বিএনপি চেয়ারপার্সন শ্বাসকষ্টে ভুগছিলেন। রিং বসানোয় তিনি হার্টের সমস্যা থেকে সাময়িক আরোগ্য পাবেন বলে আশা করছেন চিকিৎসকরা।” “উন্নত চিকিৎসা নিতে না পারলে, খালেদার জীবন ঝুঁকির মুখে পড়বে “ উল্লেখ করেন মির্জা ফখরুল।

বিএনপি চেয়ারপার্সনের জীবন বাঁচাতে, তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়ার জন্য আবারও দাবি জানান বিএনপি মহাসচিব। এর আগে, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায়, খালেদা জিয়াকে শনিবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

কবির আহমেদ/ইবিটাইমস