ভিয়েনা ০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডেঙ্গুেত আরও ৪ জনের প্রাণহানি হামাসকে নিরস্ত্রীকরণের জন্য যুক্তরাষ্ট্রের কোনও সময়সীমা নেই – ট্রাম্প জার্মানিতে শরণার্থীদের অনেকেই এখনও দারিদ্র্যের ঝুঁকিতে আছে মঙ্গলবার অস্ট্রিয়া সফরে আসছেন জার্মানির প্রেসিডেন্ট স্টাইনমায়ার ওমানে দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর লাশ ফিরল দেশে পাকিস্তান ও আফগানিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বাংলাদেশ-চীন সম্পর্কের সুবর্ণজয়ন্তী, সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না: ইসি আনোয়ারুল তজুমদ্দিনে আগুনে পুড়লো ১৯ মাছের আড়ৎ

ঘুরে দাঁড়ানোর ম্যাচে পোল্যান্ডকে বিধ্বস্ত করলো বেলজিয়াম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
  • ১২ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: নেশন্স লিগে ঘুরে দাঁড়ানোর ম্যাচে বুধবার পোল্যান্ডকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে বেলজিয়াম। লিগে নিজেদের  প্রথম ম্যাচে প্রতিবেশী নেদারল্যান্ডসের কাছে হেরে গিয়েছিল বেলজিয়াম। কিন্তু নিজ মাঠে  নিজেদের আগ্রাসী মেজাজকে শানিত কওে শেষ  ৩০ মিনিটের মধ্যে ৫ গোল করে পোল্যান্ডকে  উড়িয়ে দেয়  কোচ রাবার্তো মার্টিনেজের শিষ্যরা।

ম্যাচের শুরুতেই একবার হোঁচট খেয়েছিল বেলজিয়ানরা। ২৮ মিনিটে গোল করে পোল্যান্ডকে এগিয়ে দেন তারকা স্ট্রাইকার রবার্ট লিওয়ানদোস্কি। পিতর জিলিনস্কির কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন বায়ার্ন মিউনিখ তারকা লেভা। বিরিততে যাবার তিন মিনিট আগে অবশ্য গোলটি পরিশোধ করে দেন স্বাগতিক বেলজিয়াম। পোলিশ রক্ষনকে বোকা বানিয়ে টিমোথি কাসাগনের কাছে বল পাস দেন কেভিন ডি ব্রুইনা। তিনি আবার বলটি ব্যকপাস করলে  ড্রাইভ শটে বল  জালে পাঠান আ্যাক্সেল উইটসেল।

বিরতির পর ৫৯ মিনিটে প্রতিআক্রমন থেকে বল নিয়ে ফাঁকায় থাকা ডি ব্রুইনার কাছে পাঠিয়ে দেন অধিনায়ক এডেন হ্যাজার্ড। সেটিকে স্লাইট শটে গোল করে বেলজিয়ামকে লিড এনে দেন ডি ব্রুইনা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি স্বাগতিকদের। একে একে গোল করে ব্যবধান বাড়াতে থাকেন বেলজিয়ানরা। হ্যাজার্ডের পরিবর্তিত হিসেবে আসা লিয়ান্দ্রো  ট্রোসার্ড ৭ মিনিটের মধ্যে করেন দুই গোল। ৭৩ ও ৮০ মিনিটে গোল দুটি করেন তিনি। দূরপাল্লার শটে ৮৩ মিনিটে গোল করেন ডিফেন্ডার লিয়ান্দার ডেনডনকার।

এটি ছিল তার প্রথম আন্তর্জাতিক গোল। শেষ বাঁশি বাজার মাত্র ৬ মিনিট আগে বদলি হিসেবে জাতীয় দলের হয়ে প্রথমবার মাঠে নামেন লুইস ওপেন্ডা। অতিরিক্ত সময়ে (৯০+৩ মি.) তিনি করেন আরো একটি গোল। ফলে ৬-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম।

নেশন্স  লিগের অন্য ম্যাচে নেদারল্যান্ডস ২-১ গোলে ওয়েলস এবং স্কটল্যান্ড ২-০ গোলে আরমেনিয়াকে পরাজিত করেছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঘুরে দাঁড়ানোর ম্যাচে পোল্যান্ডকে বিধ্বস্ত করলো বেলজিয়াম

আপডেটের সময় ০৫:২৯:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২

স্পোর্টস ডেস্ক: নেশন্স লিগে ঘুরে দাঁড়ানোর ম্যাচে বুধবার পোল্যান্ডকে ৬-১ গোলে বিধ্বস্ত করেছে বেলজিয়াম। লিগে নিজেদের  প্রথম ম্যাচে প্রতিবেশী নেদারল্যান্ডসের কাছে হেরে গিয়েছিল বেলজিয়াম। কিন্তু নিজ মাঠে  নিজেদের আগ্রাসী মেজাজকে শানিত কওে শেষ  ৩০ মিনিটের মধ্যে ৫ গোল করে পোল্যান্ডকে  উড়িয়ে দেয়  কোচ রাবার্তো মার্টিনেজের শিষ্যরা।

ম্যাচের শুরুতেই একবার হোঁচট খেয়েছিল বেলজিয়ানরা। ২৮ মিনিটে গোল করে পোল্যান্ডকে এগিয়ে দেন তারকা স্ট্রাইকার রবার্ট লিওয়ানদোস্কি। পিতর জিলিনস্কির কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন বায়ার্ন মিউনিখ তারকা লেভা। বিরিততে যাবার তিন মিনিট আগে অবশ্য গোলটি পরিশোধ করে দেন স্বাগতিক বেলজিয়াম। পোলিশ রক্ষনকে বোকা বানিয়ে টিমোথি কাসাগনের কাছে বল পাস দেন কেভিন ডি ব্রুইনা। তিনি আবার বলটি ব্যকপাস করলে  ড্রাইভ শটে বল  জালে পাঠান আ্যাক্সেল উইটসেল।

বিরতির পর ৫৯ মিনিটে প্রতিআক্রমন থেকে বল নিয়ে ফাঁকায় থাকা ডি ব্রুইনার কাছে পাঠিয়ে দেন অধিনায়ক এডেন হ্যাজার্ড। সেটিকে স্লাইট শটে গোল করে বেলজিয়ামকে লিড এনে দেন ডি ব্রুইনা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি স্বাগতিকদের। একে একে গোল করে ব্যবধান বাড়াতে থাকেন বেলজিয়ানরা। হ্যাজার্ডের পরিবর্তিত হিসেবে আসা লিয়ান্দ্রো  ট্রোসার্ড ৭ মিনিটের মধ্যে করেন দুই গোল। ৭৩ ও ৮০ মিনিটে গোল দুটি করেন তিনি। দূরপাল্লার শটে ৮৩ মিনিটে গোল করেন ডিফেন্ডার লিয়ান্দার ডেনডনকার।

এটি ছিল তার প্রথম আন্তর্জাতিক গোল। শেষ বাঁশি বাজার মাত্র ৬ মিনিট আগে বদলি হিসেবে জাতীয় দলের হয়ে প্রথমবার মাঠে নামেন লুইস ওপেন্ডা। অতিরিক্ত সময়ে (৯০+৩ মি.) তিনি করেন আরো একটি গোল। ফলে ৬-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম।

নেশন্স  লিগের অন্য ম্যাচে নেদারল্যান্ডস ২-১ গোলে ওয়েলস এবং স্কটল্যান্ড ২-০ গোলে আরমেনিয়াকে পরাজিত করেছে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ