
জিকে প্রধান খালের পানিতে শতাধীক বাড়ি-ঘর ও ফসলী জমি প্লাবিত
শেখ ইমন,ঝিনাইদহ প্রতিনিধিঃ জিকে প্রকল্পের প্রধান খালের পাড় ভেঙে প্লাবিত শতাধিক বাড়িঘর, গাছপালা ফসলাদি। ফলে কুষ্টিয়ার সাথে কাতলাগাড়ী লাঙ্গলবাধ, মাগুরা, শ্রীপুর এলাকার সাথে সম্পূর্ণ সড়ক যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চরবাখরবার গ্রামে এ ঘটনা ঘটেছে। চরবাখরবা গ্রামের বাসিন্দরা জানান, ৭-৮ দিন আগে চরবাখরবার গ্রামে জিকে প্রধান খালের পাড়ে ছিদ্র…