ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: ‘তোদের দুই বাবা-মেয়েকে মুক্ত করে দিলাম। তোরা ভালো থাকিস’। বুধবার (০১ জুন) ঘরে থাকা কিট নাশক পান করে নিজের কন্যা ও স্বামীর উদ্দেশ্যে এমন কথা বলেন নিহত গৃহবধু সমাপ্তি মৈত্র (৪২)।
তিনি উপজেলার শ্রীরামকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পবিত্র মজুমদারের স্ত্রী। তিনি স্থানীয় কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাসিন্দা। ওই গৃহবধু উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের খেজুরতলা (পাগলবাড়ি) এলাকার সুনিল মৈত্রর কন্যা।
নিহতের কন্যা পাপড়ি মজুমদার জানান, তার মা বেশ কিছু দিন আগেই আত্মহত্যার উদ্দেশ্যে ঘরে কিটনাশক কিনে রেখেছেন। বাড়ির সামনের এক নারী ঘরে গৃহপরিচালিকা (কাজের লোক) কাজ করতেন। গত কয়েক দিন ধরে ঘরে মা তাকে কাজ থেকে বাদ দিতে বলেন। এ নিয়ে আমাদের সাথে কিছু কথা কাটাকাটি হয়। হয়তো এর জেরে বুধবার দুপুর আড়াইটার দিকে ঘরে থাকা ওই কিট নাশক পান করেন। সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ সময় ওই স্কুল শিক্ষক ঘরে ছিলেন না বলে তার কন্যা জানান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার রুম্পা মৌতিষি জানান, তাকে হাসপাতালে নিয়ে আসার সামান্য কিছু সময় পরই তার মৃত্যু হয়।
নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরনে করা হবে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস