লালমোহনের বদরপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

লালমোহন ভোলা প্রতিনিধি: ”বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” প্রতিপাদ্যে ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ, বাল্যবিয়ে ও মোবাইল ফোনের অপব্যবহার রোধসহ নানাবিধ সামাজিক অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে লালমোহন থানার আয়োজনে বদরপুর ইউনিয়ন পরিষদ ভবনের নিচতলায় এ সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল ইসলাম হাওলাদার।

সভায় সামাজিক নানাবিধ অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক দিকনির্দেশনা ও মাদক, জুয়া, ইভটিজিং প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা।

বিট অফিসার এসআই ছায়েদুর রহমান ও সহকারী বিট অফিসার এএসআই দিপক কুমার দাসের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, বদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদ উল্লাহ মেলকার, ইউপি সদস্য মোঃ অলি মিয়াসহ আরও অনেকে।

সালাম সেনটু/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »