ভিয়েনা ০৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীলংকা নয়, বাংলাদেশকে সিঙ্গাপুরের সাথে তুলনা করুনঃ জ্যাকব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:১০:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২
  • ২৩ সময় দেখুন

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাসন (ভোলা): যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ খেয়ে-পড়ে ভালো আছেন, উন্নত বিশ্বের কাতারে উঠে যাচ্ছেন-এটা দেখে বিএনপি মোটেও খুশি হতে পারছেন না। বিএনপিসহ দেউলিয়াত্বের স্রষ্টাদের উদ্দেশ্য করে তিনি বলেছেন, শ্রীলংকা নয়,বাংলাদেশকে সিঙ্গাপুরের সাথে তুলনা করুন। বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই, অনেক দূর এগিয়েছে।

রোববার চরফ্যাসন উপজেলা পরিষদ সভা কক্ষে ‘নদীভাঙ্গন কবলিত এলাকার অতিদরিদ্র দুঃস্থ অসহায় মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ’ উপলক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি আরো বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের নদীভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা নেয়া হয়েছে। নদী-সাগর কূলের কয়েক কোটি মানুষ এসব সুবিধা পাচ্ছেন। পাশাপাশি ইতিমধ্যে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে শেখ হাসিনার সরকার নগদ অর্থ সহায়তা দিচ্ছেন,যা নজীর বিহীন।

চরফ্যাসনে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ২শ৬৭ পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩ ধাপে ১ কোটি ৬৩ লাখ টাকার অর্থ সহায়তা প্রদান করা হয়। ক্ষতিগ্রস্ত ৪ সদস্যের পরিবারকে ৫০ হাজার, ৫ সদস্যের পরিবারকে ৬০ হাজার এবং তদ্বোর্ধ সদস্যের পরিবারকে ৭৫ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-কুকরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসেম মহাজন, সুবিধাভোগী বেল্লাল হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন,উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনিসুর রহমানসহ ১২ টি ইউনিয়নের সুবিধাভুগী, ইউপি চেয়ারম্যানবৃন্দ।

ভোলা/ইবিটাইমস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শ্রীলংকা নয়, বাংলাদেশকে সিঙ্গাপুরের সাথে তুলনা করুনঃ জ্যাকব

আপডেটের সময় ০৮:১০:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মে ২০২২

শহিদুল ইসলাম জামাল, চরফ্যাসন (ভোলা): যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষ খেয়ে-পড়ে ভালো আছেন, উন্নত বিশ্বের কাতারে উঠে যাচ্ছেন-এটা দেখে বিএনপি মোটেও খুশি হতে পারছেন না। বিএনপিসহ দেউলিয়াত্বের স্রষ্টাদের উদ্দেশ্য করে তিনি বলেছেন, শ্রীলংকা নয়,বাংলাদেশকে সিঙ্গাপুরের সাথে তুলনা করুন। বাংলাদেশ এখন আর পিছিয়ে নেই, অনেক দূর এগিয়েছে।

রোববার চরফ্যাসন উপজেলা পরিষদ সভা কক্ষে ‘নদীভাঙ্গন কবলিত এলাকার অতিদরিদ্র দুঃস্থ অসহায় মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ’ উপলক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি আরো বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশের নদীভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা নেয়া হয়েছে। নদী-সাগর কূলের কয়েক কোটি মানুষ এসব সুবিধা পাচ্ছেন। পাশাপাশি ইতিমধ্যে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে শেখ হাসিনার সরকার নগদ অর্থ সহায়তা দিচ্ছেন,যা নজীর বিহীন।

চরফ্যাসনে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ২শ৬৭ পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৩ ধাপে ১ কোটি ৬৩ লাখ টাকার অর্থ সহায়তা প্রদান করা হয়। ক্ষতিগ্রস্ত ৪ সদস্যের পরিবারকে ৫০ হাজার, ৫ সদস্যের পরিবারকে ৬০ হাজার এবং তদ্বোর্ধ সদস্যের পরিবারকে ৭৫ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-কুকরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসেম মহাজন, সুবিধাভোগী বেল্লাল হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন,উপজেলা নির্বাহী অফিসার আল নোমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনিসুর রহমানসহ ১২ টি ইউনিয়নের সুবিধাভুগী, ইউপি চেয়ারম্যানবৃন্দ।

ভোলা/ইবিটাইমস