রোমাঞ্চের অপেক্ষায় ঢাকা টেস্ট, ব্যাটিং ব্যর্থতায় হারের শঙ্কায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কাকে দ্রুত অলআউট করতে পারেনি বাংলাদেশ। উল্টো সফরকারিদের স্বল্প লিডকে টপকে যাওয়ার আগেই এলোমেলো বাংলাদেশের ব্যাটিং লাইন। ১৪১ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সোয়া এক ঘণ্টাতেই ৪ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। তামিম-মুমিনুলদের উইকেটে আসা-যাওয়ার মিছিলে দিন শেষে হার চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে।

বৃহস্পতিবার ঢাকা টেস্টের চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩৪ রান। দিন শেষে উইকেটে ছিলেন লিটন দাস (১)। তাঁর সঙ্গে ১৪ রানে অপরাজিত মুশফিকুর রহিম।

১০৭ রানে পিছিয়ে থেকে শুক্রবার টেস্টের পঞ্চম দিন শুরু করবে বাংলাদেশ। কাল শেষ দিনের মঞ্চে যে কোনো কিছুই হতে পারে শেরেবাংলা স্টেডিয়ামে। ড্রয়ের স্বাদ পেতে হলে বাংলাদেশকে লম্বা সময় উইকেটে থাকতে হবে। নয়তো হার মেনে নিতে হবে মুমিনুলদের। শেষ দিনে বাংলাদেশ কতক্ষণ উইকেটে টিকে থাকতে পারে সেটাই দেখার অপেক্ষা।

বৃহস্পতিবার তৃতীয় সেশনে প্রথম ইনিংসে ৫০৬ রানে থামে শ্রীলঙ্কা। ফলে প্রথম ইনিংসে ১৪১ রানের লিড পায় লঙ্কানরা। দলের হয়ে সর্বোচ্চ রান করা ম্যাথুজ ৩৪২ বলে খেলেছেন ১৪৫ রানের ইনিংস।

বল হাতে বাংলাদেশের হয়ে উজ্জ্বলতা ছড়িয়েছেন সাকিব ও ইবাদত। ৯৬ রান দিয়ে ৫টি উইকেট নিয়েছেন সাকিব। এই নিয়ে টেস্ট ক্যারিয়ারের ১৯তম বার এক ইনিংসে পাঁচ উইকেট নিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের সঙ্গে ১৪৮ রান দিয়ে চার উইকেট নেন ইবাদত।

৮৩ রানে পিছিয়ে থেকে বৃহস্পতিবার টেস্টের চতুর্থ দিন শুরু করে শ্রীলঙ্কা। দিনের প্রথম সেশনেই এই ৮৩ রান যোগ করে লিডের পথে হাঁটে শ্রীলঙ্কা।
এরপর দ্বিতীয় সেশনে সেঞ্চুরি তুলে নেন দুই লঙ্কান ব্যাটার দিনেশ চান্দিমাল ও অ্যাঞ্জেলো ম্যাথুজ। দুজনে মিলে গড়েন ষষ্ঠ উইকেটে বাংলাদেশের বিপক্ষে রেকর্ড জুটি। অবশেষে দিনের তৃতীয় সেশনের দ্বিতীয় ওভারে এই জুটি ভাঙেন ইবাদত।

বাংলাদেশি পেসারের বল খেলতে গিয়ে কাভারে তামিম ইকবালের হাতে ক্যাচ তুলে দেন চান্দিমাল। ২১৯ বলে ১২৪ রান করে ফেরেন চান্দিমাল। মোট ৬৯.১ ওভার থিতু হয়েছে এই জুটি। এই সময়ে ম্যাথুজের সঙ্গে ৪৫০ বলে ১৯৯ রানের জুটি গড়েন চান্দিমাল।

চান্দিমাল ফেরার পর বেশিক্ষণ স্থায়ী হয়নি লঙ্কানদের ইনিংস। ওই জুটি ভাঙার ৫৫ মিনিটের মধ্যেই অলআউট হয় শ্রীলঙ্কা। চান্দিমালের পর ব্যাট করতে নামা নিরোসান ডিকভেলা থিতু হতে পারেননি। ৯ রানে তাঁকে নিজের চতুর্থ শিকার বানান সাকিব। এরপর রমেশ মেন্ডিসকে এলবির ফাঁদে ফেলেন ইবাদত। জয়াবিক্রমাকে আউট করে নিজের পঞ্চম শিকার তুলে নেন সাকিব। আর শেষ দিকে ফার্নান্দোকে রানআউট করে সাকিবই ইতি টানেন লঙ্কানদের ইনিংসের।

এর আগে টেস্টের দ্বিতীয় দিন লিটন, মুশফিকুর রহিমের লড়াইয়ের পর প্রথম ইনিংসে ৩৬৫ রান সংগ্রহ ছিল বাংলাদেশের। দলের হয়ে সর্বোচ্চ রান করা মুশফিক খেলেছেন ১৭৫ রানের ইনিংস। এ ছাড়া লিটন খেলেছেন ১৪১ রানের ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৬৫

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ১৬৫.১ ওভারে ৫০৬ (ম্যাথিউস ১৪৫*, চান্দিমাল ১২৪, ডিকভেলা ৯, রমেশ ১০, জয়াবিক্রমা ০, আসিথা ২; খালেদ ২৩-৩-৮৫-০, ইবাদত ৩৮-৪-১৪৮-৪, সাকিব ৪০.১-১১-৯৬-৫, মোসাদ্দেক ১২-১-৩৮-০, তাইজুল ৪৯-১০-১২৪-০, মুমিনুল ৩-০-৭-০)

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস :  ১৩ ওভারে ৩৪/৪ (তামিম ০, জয় ১৫, শান্ত ২, মুমিনুল ০, মুশফিক ১৪, লিটন ০ ; রাজিথা ৬-৩-১২-১, ফার্নান্দো ৬-২-১২-২)।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »