ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরে বাসের ধাক্কায় ৩ মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে।
বুধবার (২৫মে) সকালে পিরোজপুর পৌর শহরের পুরাতন বাসষ্ট্যান্ড সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে।
আহতরা হলেন জেলার ভান্ডারিয়া উপজেলার রাধানগর গ্রামের মো. সত্তার মিয়ার ছেলে মো. কুদ্দুস (৪৫). একই গ্রামের আ: গনি হাওলাদারের ছেলে মো. জাকির হোসেন হাওলাদর (৫০) ও নদমুল্লা গ্রামের মতিউর রহমানের কন্যা পিয়ারা বেগম (৫৮)। গুরুতর আহত কুদ্দুস ও জাকির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই দিন সকাল পৌনে ১১টার দিকে শহরের পুরাতন বাসষ্ট্যান্ডের পেট্রোল পাম্পের সামনে বসে খুলনা গামী একটি
বাস একই মোটর সাইকেলে থাকা ৩ জনকে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।
জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার পল্লব সাহা বলেন, দুর্ঘটনায় আহত ৩ জনে চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন। এদের মধ্যে দুই পুরুষ আরোহী গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস