নেইমারকে বিক্রি করতে চায় পিএসজি

স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদে যাননি কিলিয়ান এমবাপ্পে। পিএসজির সঙ্গে নতুন চুক্তি হয়েছে তার। এদিকে, নেইমারকে বিক্রির গুঞ্জন।

গোল ডটকমের খবরে জানা গেছে, প্যারিস সেন্ট জার্মেই এই গ্রীষ্মে নেইমারকে বিক্রি করে দিতে পারে। ভালো প্রস্তাব পেলেই নাকি তাঁকে বিক্রি করে দিতে চায় তারা।

২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে পিএসজিতে আসেন নেইমার। এরপর ক্লাবের হয়ে ১০০ গোল করেছেন। চারটি লিগ ওয়ান শিরোপা জিততে অবদান রেখেছেন। ২০২৫ সাল পর্যন্ত ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে থাকার চুক্তি রয়েছে।

দলটির ক্রীড়া পরিচালক লুইস ক্যাম্পোস জানিয়েছেন, তারা নেইমারের চলে যাওয়ার দরজা খোলা রাখবেন। এমবাপ্পের রিয়ালে চলে না যাওয়া সিদ্ধান্ত নেওয়া এবং পিএসজিতে আরও তিন বছর থাকার সিদ্ধান্ত ক্লাবে নেইমারের ভবিষ্যত নিয়ে প্রভাবিত করতে পারে বলে মনে করা হচ্ছে।

নেইমার পিএসজি ছাড়লে বার্সাতে ফেরার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদিও ক্যাম্প ন্যু-এর সভাপতি জোয়ান লাপোর্তা জানিয়েছেন, তারা শুধু ফ্রি- ট্রান্সফারে তাঁকে আবার দলে নিতে পারে।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »