ভিয়েনা ১২:৩১ অপরাহ্ন, রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সকল ষড়যন্ত্র নস্যাৎ করে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে : আহমেদ আযম খান গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা টাঙ্গাইলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা লন্ডনের পরিবহন ব্যবস্থায় সঙ্কটের আশঙ্কা আজারবাইজানের বাকুতে এরদোগান ও শেহবাজ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তরুণীকে গ্রেফতার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ হবিগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তরুণীকে গ্রেফতার টাঙ্গাইল আদালতে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন প্রায় ৫ কোটি টাকা ব্যায়ের পানি শোধনাগার চার বছর ধরে বন্ধ

ইউক্রেন থেকে পশুর খাদ্য নিয়ে ভিয়েনায় বিশেষ ট্রেন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:২৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
  • ১৯ সময় দেখুন

ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইউক্রেন থেকে ১,৪৫০ টন পশুর খাদ্য নিয়ে বিশেষ মালবাহী ট্রেনের ভিয়েনায় আগমন

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে আজ শুক্রবার (৬ মে) ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম ইউক্রেন থেকে ১,৪৫০ টন পশুর খাদ্য নিয়ে একটি বিশেষ মালবাহী ট্রেন রাজধানী ভিয়েনায় এসে পৌঁছেছে।

ইউক্রেন থেকে আসা এই বিশেষ পশু খাদ্যের মালবাহী ট্রেনটিকে দানিউব (Donau) নদীর পাড়ে অবস্থিত মালবাহী স্টেশনে গ্রহণ করেন অস্ট্রিয়ার কৃষি ও পর্যটন মন্ত্রী এলিজাবেথ কোস্টিঙ্গার (ÖVP)। এই সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন অস্ট্রিয়ায় নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাসাইল চাইমাইনেজ (Wassyl Chymynez) এবং অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ের (ÖBB) প্রধান আন্দ্রিয়াস ম্যাথেও(Andreas Matthä)।

এখানে উল্লেখ্য যে,রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর ইউরোপের শস্যভাণ্ডার হিসাবে খ্যাত ইউক্রেন থেকে পশুর খাদ্যের সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। ফলে অস্ট্রিয়া জরুরী ভিত্তিতে উত্তর আফ্রিকার দেশ সমূহ থেকে পশুর খাদ্য আমদানি করে। ফলে উত্তর আফ্রিকান দেশ সমূহ থেকে আমদানির ফলে পরিবহণ খরচ বৃদ্ধি পাওয়ায় অস্ট্রিয়ায় পশুজাত দ্রব্যমূল্য শতকরা সর্বোচ্চ প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পায়।

এপিএ এর সাথে এক সাক্ষাৎকারে অস্ট্রিয়ার কৃষি মন্ত্রী এলিজাবেথ কোস্টিঙ্গার জানান,এখন থেকে প্রতি মাসে ইউক্রেন থেকে দুইবার পশু খাদ্যের চালান আসবে। মন্ত্রী আশা করছেন এর ফলে অস্ট্রিয়ায় পশুজাত দ্রব্যমূল্যের দাম পুনরায় পূর্বের অবস্থায় ফিরে আসবে। তিনি আরও জানান, “আমাদের লক্ষ্য অস্ট্রিয়া ভবিষ্যতে ইউক্রেন থেকে আরও অধিক পরিমাণে খাদ্য শস্য ও অন্যান্য কাঁচা মাল আমদানি করবে।

অস্ট্রিয়ায় নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাসাইল চাইমাইনেজ বলেন,ইউক্রেনকে এই দুর্যোগের সময় প্রতিশ্রুতি এবং “মহান সহযোগিতা” করার জন্য অস্ট্রিয়াকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন ইউক্রেন বিশ্বের অন্যতম একটি খাদ্য উৎপাদনকারক দেশ কিন্ত রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের ফলে আমাদের উৎপাদন বন্ধ করতে হয়েছিল ফলে বর্তমানে বিশ্বব্যাপী একটি কৃত্রিম খাদ্য সংকটের সূত্রপাত হয়েছে। তিনি আশাবাদ ব্যাক্ত করে বলেন খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে।

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন বর্তমানে তার শস্য ও পশু খাদ্যের মাত্র শতকরা ১০ শতাংশ রপ্তানি করতে পারছে। ইউক্রেনের সবচেয়ে যে অঞ্চলে বেশী পরিমাণে খাদ্য শস্য উৎপাদন হয়,সেই অঞ্চলের বেশিরভাগই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেন এখন শুধুমাত্র ওডেসা বন্দর দিয়ে দৈনিক ২ লাখ টন খাদ্য শস্য রপ্তানি করতে পারছে।

অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ের(ÖBB) প্রধান নির্বাহী আন্দ্রিয়াস ম্যাথেও বলেন, রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকেই অস্ট্রিয়ার ট্রেন ইউক্রেনের জন্য বিশেষ সার্ভিস দিয়ে আসছে। এখানে উল্লেখ্য যে, রাশিয়ার আক্রমণের পরের সপ্তাহ থেকেই ÖBB শরণার্থীদের জন্য বিশেষ ট্রেন সহ শরণার্থীদের জন্য বিনামূল্যে ভ্রমণের ঘোষণা দেয়। পোল্যান্ডের পর অস্ট্রিয়া ইউরোপের মধ্যে দ্বিতীয় দেশ যেখানে সবচেয়ে বেশী ইউক্রেনী শরণার্থী আশ্রয় নিয়েছে।

অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ে বর্তমানে প্রতিবেশী স্লোভাকিয়ার সিয়েরনা,উত্তর জার্মানির ব্রেক এবং পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রের মধ্য দিয়ে অস্ট্রিয়ায়
ইউক্রেন থেকে খাদ্য শস্য ও পশুর খাদ্য রপ্তানি করবে মালবাহী ট্রেনের মাধ্যমে।

এদিকে আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন ৬,০০১ জন এবং মৃত্যুবরণ করেছেন ৬ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন ১,৬২২ জন।

অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ১,৬৮০ জন, OÖ রাজ্যে ৮৩০ জন, Steiermark রাজ্যে ৬৭৫ জন, Tirol রাজ্যে ২৯৭ জন, Kärnten রাজ্যে ২৯০ জন, Salzburg রাজ্যে ২৫৮ জন, Vorarlberg রাজ্যে ১৮২ জন এবং Burgenland রাজ্যে ১৬৭ জন নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ সমগ্র অস্ট্রিয়ায় করোনার প্রতিষেধক টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ১২৮ জন এবং করোনার বুস্টার ডোজ গ্রহণ করেছেন ৩,৬৩৯ জন।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪১,৭২,৭৬০ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৮,২২৮ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৪০,৮৪,১৬৩ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৭০,৩৬৯ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৭৬ জন এবং হাসপাতালে
চিকিৎসাধীন আছেন ১,০৩৮ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবিটাইমস

জনপ্রিয়

সকল ষড়যন্ত্র নস্যাৎ করে নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে : আহমেদ আযম খান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইউক্রেন থেকে পশুর খাদ্য নিয়ে ভিয়েনায় বিশেষ ট্রেন

আপডেটের সময় ০৯:২৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২

ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইউক্রেন থেকে ১,৪৫০ টন পশুর খাদ্য নিয়ে বিশেষ মালবাহী ট্রেনের ভিয়েনায় আগমন

ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছে আজ শুক্রবার (৬ মে) ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম ইউক্রেন থেকে ১,৪৫০ টন পশুর খাদ্য নিয়ে একটি বিশেষ মালবাহী ট্রেন রাজধানী ভিয়েনায় এসে পৌঁছেছে।

ইউক্রেন থেকে আসা এই বিশেষ পশু খাদ্যের মালবাহী ট্রেনটিকে দানিউব (Donau) নদীর পাড়ে অবস্থিত মালবাহী স্টেশনে গ্রহণ করেন অস্ট্রিয়ার কৃষি ও পর্যটন মন্ত্রী এলিজাবেথ কোস্টিঙ্গার (ÖVP)। এই সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন অস্ট্রিয়ায় নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাসাইল চাইমাইনেজ (Wassyl Chymynez) এবং অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ের (ÖBB) প্রধান আন্দ্রিয়াস ম্যাথেও(Andreas Matthä)।

এখানে উল্লেখ্য যে,রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর ইউরোপের শস্যভাণ্ডার হিসাবে খ্যাত ইউক্রেন থেকে পশুর খাদ্যের সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। ফলে অস্ট্রিয়া জরুরী ভিত্তিতে উত্তর আফ্রিকার দেশ সমূহ থেকে পশুর খাদ্য আমদানি করে। ফলে উত্তর আফ্রিকান দেশ সমূহ থেকে আমদানির ফলে পরিবহণ খরচ বৃদ্ধি পাওয়ায় অস্ট্রিয়ায় পশুজাত দ্রব্যমূল্য শতকরা সর্বোচ্চ প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পায়।

এপিএ এর সাথে এক সাক্ষাৎকারে অস্ট্রিয়ার কৃষি মন্ত্রী এলিজাবেথ কোস্টিঙ্গার জানান,এখন থেকে প্রতি মাসে ইউক্রেন থেকে দুইবার পশু খাদ্যের চালান আসবে। মন্ত্রী আশা করছেন এর ফলে অস্ট্রিয়ায় পশুজাত দ্রব্যমূল্যের দাম পুনরায় পূর্বের অবস্থায় ফিরে আসবে। তিনি আরও জানান, “আমাদের লক্ষ্য অস্ট্রিয়া ভবিষ্যতে ইউক্রেন থেকে আরও অধিক পরিমাণে খাদ্য শস্য ও অন্যান্য কাঁচা মাল আমদানি করবে।

অস্ট্রিয়ায় নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাসাইল চাইমাইনেজ বলেন,ইউক্রেনকে এই দুর্যোগের সময় প্রতিশ্রুতি এবং “মহান সহযোগিতা” করার জন্য অস্ট্রিয়াকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন ইউক্রেন বিশ্বের অন্যতম একটি খাদ্য উৎপাদনকারক দেশ কিন্ত রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের ফলে আমাদের উৎপাদন বন্ধ করতে হয়েছিল ফলে বর্তমানে বিশ্বব্যাপী একটি কৃত্রিম খাদ্য সংকটের সূত্রপাত হয়েছে। তিনি আশাবাদ ব্যাক্ত করে বলেন খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে।

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন বর্তমানে তার শস্য ও পশু খাদ্যের মাত্র শতকরা ১০ শতাংশ রপ্তানি করতে পারছে। ইউক্রেনের সবচেয়ে যে অঞ্চলে বেশী পরিমাণে খাদ্য শস্য উৎপাদন হয়,সেই অঞ্চলের বেশিরভাগই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেন এখন শুধুমাত্র ওডেসা বন্দর দিয়ে দৈনিক ২ লাখ টন খাদ্য শস্য রপ্তানি করতে পারছে।

অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ের(ÖBB) প্রধান নির্বাহী আন্দ্রিয়াস ম্যাথেও বলেন, রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকেই অস্ট্রিয়ার ট্রেন ইউক্রেনের জন্য বিশেষ সার্ভিস দিয়ে আসছে। এখানে উল্লেখ্য যে, রাশিয়ার আক্রমণের পরের সপ্তাহ থেকেই ÖBB শরণার্থীদের জন্য বিশেষ ট্রেন সহ শরণার্থীদের জন্য বিনামূল্যে ভ্রমণের ঘোষণা দেয়। পোল্যান্ডের পর অস্ট্রিয়া ইউরোপের মধ্যে দ্বিতীয় দেশ যেখানে সবচেয়ে বেশী ইউক্রেনী শরণার্থী আশ্রয় নিয়েছে।

অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ে বর্তমানে প্রতিবেশী স্লোভাকিয়ার সিয়েরনা,উত্তর জার্মানির ব্রেক এবং পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রের মধ্য দিয়ে অস্ট্রিয়ায়
ইউক্রেন থেকে খাদ্য শস্য ও পশুর খাদ্য রপ্তানি করবে মালবাহী ট্রেনের মাধ্যমে।

এদিকে আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন ৬,০০১ জন এবং মৃত্যুবরণ করেছেন ৬ জন। রাজধানী ভিয়েনায় আজ নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন ১,৬২২ জন।

অন্যান্য ফেডারেল রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ১,৬৮০ জন, OÖ রাজ্যে ৮৩০ জন, Steiermark রাজ্যে ৬৭৫ জন, Tirol রাজ্যে ২৯৭ জন, Kärnten রাজ্যে ২৯০ জন, Salzburg রাজ্যে ২৫৮ জন, Vorarlberg রাজ্যে ১৮২ জন এবং Burgenland রাজ্যে ১৬৭ জন নতুন করে করোনায় সংক্রামিত শনাক্ত হয়েছেন।

অস্ট্রিয়ার স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আজ সমগ্র অস্ট্রিয়ায় করোনার প্রতিষেধক টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ১২৮ জন এবং করোনার বুস্টার ডোজ গ্রহণ করেছেন ৩,৬৩৯ জন।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪১,৭২,৭৬০ জন এবং মৃত্যুবরণ করেছেন ১৮,২২৮ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন মোট ৪০,৮৪,১৬৩ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৭০,৩৬৯ জন। এর মধ্যে আইসিইউতে আছেন ৭৬ জন এবং হাসপাতালে
চিকিৎসাধীন আছেন ১,০৩৮ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

কবির আহমেদ/ ইবিটাইমস