চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ চরফ্যাসনের নীলকমলে সাবেক ও বর্তমান চেয়ারম্যানদের আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে উভয়পক্ষের সংঘর্ষে অন্ততঃ৩০ জন আহত হয়েছে। আহতদের চরফ্যাসন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার দুলারহাট থানার মুন্সীরহাট বাজারে বর্তমান ইউপি চেয়ারম্যান আলমগীর হাওলাদার ও সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন গ্রুপের মধ্যে এ ৩ মে মঙ্গলবার সব্ধ্যায় মুন্সীর হাট বাজারে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘন্টাব্যাপী সংঘর্ষে পুলিশের চেষ্টায় পরিস্থিতি এনে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহত ও স্থানীয়রা জানান, ঈদের দিন উভয় গ্রুপ দলীয় নেতা কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করছিলেন। এ সময় উভয় পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে বাক বিতন্ডার একপর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। এতে সাবেক ও বর্তমান চেয়ারম্যান গ্রুপের ৩০ জন আহত হয়।
আলমগীর হাওলাদারের গ্রুপের আহতরা জানান, বর্তমান চেয়ারম্যান দলীয় নেতাকর্মীদের নিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে লিখন চেয়ারম্যান গ্রুপের লোকজন আতর্কিত হামলা চালায়। এতে আলমগীর হাওলাদার গ্রুপের ২০ – ২২ জন জন আহত হয়েছেন।
এ দিকে সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন লিখনের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য জানা যায়নি।
দুলারহাট থানার ওসি মোরাদ হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।তবে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
স্থানীয়রা জানায়, আগামী ইউপি নির্বাচন কে কেন্দ্র করে দু’ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ভোলা /ইবিটাইমস