দুর্নীতিবাজদের জায়গা আওয়ামী লীগে হবে না-বাহাউদ্দিন নাছিম

ভোলা থেকে রিপন শানঃ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম বলেছেন, বাংলাদেশ  শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়ে যাবে বলে যারা এখন মন্তব্য  করছে তারা একদিন উন্মাদ হিসেবে পরিচিতি পাবে। কারণ দুর্নীতির জন্য শ্রীলঙ্কার আজ এই দুর্দশা। কিন্তু বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।  বাংলাদেশের প্রবৃদ্ধির হার শ্রীলঙ্কা কিংবা পাকিস্তানের চেয়েও বেশি।
ওইসব দেশের মতো বাংলাদেশে  দুর্নীতি হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর হস্তে দুর্নীতি দমন করছেন। তাই বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ আওয়ামী লীগে দুর্নীতিবাজের স্থান নেই। কেউ দুর্নীতি করে আওয়ামী লীগে থাকতে পারবে না। প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন।
আজ ১৬ এপ্রিল ২০২২ শনিবার দুপুরে ভোলা বাংলাস্কুল মাঠে  আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও নতুন সদস্য সংগ্রহ এবং সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বাহাউদ্দিন নাছিম এসব কথা বলেছেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, তারা নির্বাচনের কথা বলে না। ভোটের কথা বলে না। নির্বাচনে আসে না, নির্বাচনে বিশ্বাস করে না। তারা জনগণকে ভয় পায়। তাই নির্বাচনে আসতে চায় না। নির্বাচনে আসতে ভয় পায়। তারা নির্বাচন ছাড়াই ক্ষমতায় যেতে চায়। তাড়া ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। এদেশের মানুষ তা হতে দিবে না। কারণ দুর্নীতিবাজ বিএনপি জামাতের সন্ত্রাসীরা কোন মতে যদি ক্ষমতায় যেতে পারে তা হলে দেশটা ওরা গিলে খাবে। তারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকতে হবে।
পরে আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাম্মী আহমেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. গোলাম কবির রাব্বানী পিনু, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলসহ স্থানীয় নেতৃবৃন্দ। বর্ধিত সভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন । ভোলা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় জেলার সকল উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
ভোলা/ ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »