নিজস্ব সংবাদদাতা ,ঝালকাঠি: ঝালকাঠিতে ৪টি বিদ্যালয় দল নিয়ে শুরু হয়েছে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ।
শুক্রবার ঝালকাঠির বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়ামে উদ্ধোধনী দিনে ম্যাচে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় ২৮ রানে উদ্ধোধন মাধ্যমিক বিদ্যালয় দলকে পরাজিত করেছে। সকালে টসে জিতে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাটিং নেয় । ৩৬.৪ ওভার খেলে তারা ১৪৯ রান করে । জবাবে উদ্ধোধন মাধ্যমিক বিদ্যালয় দল ১২১ রানে ৩৬.১ ওভারে অলআউট হয় । এই প্রতিযোগিতায় অন্য ২টি দল হচ্ছে রাজাপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও নলছিটি মার্চেন্ট মাধ্যমিক বিদ্যালয় ।
সকালে ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু আনুষ্ঠানিক ভাবে এই প্রতিযোগিতার উদ্ধোধন করেন । জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি তরুন কর্মকারের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে নির্বাহী সদস্য আনোয়ার হোসেন , ফারুক হোসেন ,তুহিন আজাদ , বিসিবি ক্রিকেট কোচ ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মানিক রায় এবং জেলা কোচ আখতারুজ্জামান উপস্থিত ছিলেন
বাধন রায়/ইবিটাইমস