
আনোয়ারার মুখে হাসি ফুঁটেছে পুলিশের উপহারের ঘর পেয়ে
জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: ৫৫ বছরের বৃদ্ধা আনোয়ারা বেগম। উত্তাল মেঘনার কড়াল ঘ্রাসে পর পর ৩ বার হারিয়েছেন নিজের বসত ভিটেসহ ঘর। সব হারিয়ে নি:স্ব হয়ে আশ্রয় নেন ভোলার লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের বুড়িরধোন এলাকার সরকারি খাস জমিতে। আনোয়ারার স্বামী গত হয়েছেন অন্তত ৭ বছর আগে। এরপর থেকে ৬ সন্তানকে নিয়ে মানুষের বাসায় কাজ করে সংসার চালান তিনি।…