ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদের নারী প্রতিনিধিদের প্রশিক্ষণ শুরু

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে অপরাজিতা নারীদের ক্ষমতায়ন বিষয়ক ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী প্রতিনিধিদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক দু দিন ব্যাপি দুই ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে।
ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে সোমবার ১০টায় সদর উপজেলার ১০টি ইউনিয়নের ৩০জন নারী প্রতিনিধিদের মধ্যে প্রথম ব্যাচে ১৫জনকে নিয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে। রূপান্তর নামের স্বেচ্ছাসেবি সংগঠন এর আয়োজন করেছেন।প্রশিক্ষণে উপজেলা ভাইস চেয়ারম্যানে ইসরাত জাহান সোনালী ও প্রকল্পের সমন্বয়কারী মাহফুজুর রহমান প্রশিক্ষণ কর্মশালটি পরিচালনা করেন।
প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটি, উন্নয়ন পরিকল্পনা, ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, স্থানিয় পর্যায়ে অংশগ্রহণমূলক উন্নয়ন, পরিকল্পনার ধাপসমূহ, ইউনিয়ন পরিষদের বাজেট, গ্রাম আদালত,সালিশ ইত্যাদি বিষয়ক ধারণা দেয়া হয়েছে।
অন্যদিকে রমজান উপলক্ষে হোটেল ব্যবসায়ীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।পবিত্র রমজান উপলক্ষে জেলা পর্যায়ে খাদ্য ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য বিষয়ক দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার সকাল ১১টায়  স্থানীয় চড়–ইভাতি কমিউনিটি সেন্টারে এই প্রশিক্ষণে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম, সিভিল সার্জন কার্যালয় মেডিকেল অফিসার ডাক্তার মোস্তাফিজুর রহমান ও জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ নাজমুল ইসলাম ফেসিলেটর হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন। প্রশিক্ষণ অনুষ্ঠানে ঝালকাঠি প্রেসক্লাব সাধারণ সম্পাদক মানিক রায়, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
৪০ জন হোটেল ব্যবসায়ী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।প্রশিক্ষণে নিরাপদ খাদ্য উৎপাদন ও পরিবেশনের ক্ষেত্রে করনিয় বিষয় সম্পর্কে ধারণা প্রদান করা হয়েছে।
বাধন রায় /ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »