
লালমোহনে খালে পাওয়া গেল শিশুর মাথার খুলি ও হাড়গোড়
৬ মাস আগে নিখোঁজ শিশুর হতে পারে বলে পিতার দাবী লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে পরিত্যক্ত খালে মিলল শিশুর মাথার খুলি ও হাড়গোড়। রবিবার সন্ধ্যায় পৌরসভার ৮নং ওয়ার্ড ওয়েষ্টার্ণপাড়া শেখের দোকানের পশ্চিম পাশে কালভার্ট সংলগ্ন খালে এই খুলি ও হাড়গোড় পাওয়া যায়। পাওয়া যায় শিশুর পড়নে থাকা পেন্টের বেল্টও। কয়েকমাস আগে সেখানকার রাশেদের ছেলে ৩য়…