চরফ্যাসন (ভোলা) থেকে, শহিদুল ইসলাম জামালঃ চরফ্যাসনে শনিবার রাতে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় অনেকে জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে চরফ্যাসন সদরে শরীফপাড়াস্থ এলাকায় একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।কিছুক্ষণের মধ্যে আগুন পাশের ৯ টি দোকানে ছড়িয়ে পড়ে।পড়ে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন।
এরই মধ্যে রিপন মেশিনারীজ, ভাই ভাই গ্লাস হাউজ, মোল্লা স্টীল, বলাকা লন্ডি, সুজন ইলেক্ট্রোনিক্স, আরিফ ইলেক্ট্রোনিক্স, ফেন্ডস মেটাল,মনির মেশিনারীজ, আনজুরহাট বেডিং ষ্টাের এবং মোল্লা এন্টার প্রাইজ।ব্যবসায়ীরা দাবী করেন তাদের ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে।
বৈদ্যুতিক শর্টসাকিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করছেন চরফ্যাসন ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ আসাদুজ্জামান।কি ভাবে আগুন লেগেছে তদন্ত সাপেক্ষে বলতে পারবেন বলে জানান এই অফিসার।
ভোলা /ইবিটাইমস /এম আর