
অস্ট্রিয়ায় সামরিক বাহিনীর সদস্য ও নাগরিক পরিষেবাকারীদের জন্য বিনামূল্যে ক্লাইমেট টিকেট
সমগ্র অস্ট্রিয়ায় বিনামূল্যে ভ্রমণের এই টিকিট শুধুমাত্র কাজের পথের জন্যই বৈধ নয়, উপরন্ত সমস্ত ব্যক্তিগত সফরের জন্যও বৈধ ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ জানিয়েছেন আগামী ১ এপ্রিল থেকে অস্ট্রিয়ার প্রায় ৩০,০০০ হাজার বেসামরিক নাগরিক পরিষেবার কর্মচারী সহ অস্ট্রিয়ার সামরিক পরিষেবা এবং অস্থায়ী সৈন্যরা এই ক্লাইমেট বা জলবায়ু টিকেট থেকে উপকৃত হবেন। এই টিকেটে সমস্ত…