ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির প্রেসক্লাবের আজীবন সদস্য ও সাবেক প্রেসক্লাব সম্পাদক এবং বর্তমান বিটিভির জেলা প্রতিনিধি হেমায়েত উদ্দিন হিমু(৬২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে….রাজেউন)। শুক্রবার রাত ৮ টায় শেবাচিম হাসপাতালে হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
শনিবার জোহরবাদ কেন্দ্রীয় ঈদগাহ মসজিদে নামাজে জানাজা শেষে পৌর কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে স্ত্রী, ও ২পুত্র সন্তান রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু, এমপি, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, প্রেসক্লাবসহ, ঝালকাাঠিসহ বরিশাল, পিরোজপুর, খুলনার সাংবাদিক মহল ও জেলাা বিভিন্ন সামাজিক সংগঠন গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
নামাজে জানাজার পূর্বে বেলা ১২টায় প্রেসক্লাব ও সাংবাদিক সমাজ এবং জনসাধারণে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রেসক্লাব চত্বরে কফিন রাখা হয়েছে। এসময় আলহাজ্ব আমির হোসেন আমুর পক্ষে ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেন করা হয়। ধারাবাহিকভাবে ঝালকাঠি প্রেসক্লাব, জেলা আওয়ামী লীগ, সনাক-টিআইব, বরিশাল রিপোর্টারস ইউনিটি, বিটিভি জেলা প্রতিনিধি সমিতি, সরকারি উচ্চ বিদ্যালয়, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি, জাতীয় সাংবাদিক সংস্থা, ঝালকাঠি সংবাদপত্র পরিষদ ঝালকাঠি রিপোর্টাস ইউনিটি জেলা বিএনপি, জাতীয়তাবাদি যুবদল, জেলা ক্রীড়াসংস্থা, প্রতিবন্ধি উন্নয়ন সংস্থা, দৈনিক শতকণ্ঠ, অনির্বান সাংস্কৃতিক শিল্পি গোষ্ঠির পক্ষথেকে পুষ্পমাল্য অর্পন করা হয়।
বাধন রায় /ইবিটাইমস