বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শিরীন আহমেদ এমপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং লালন গবেষণা একাডেমীর উপদেষ্টা পারভীন জামান কল্পনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরো বাংলা টাইমসের এডিটর ইন চিফ এবং অষ্ট্রিয়া-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় সহ-সভাপতি এড. মোহতাসিম বিল্লাহ, বঙ্গবন্ধু পেশাজীবী লীগের সভাপতি সরকার মো. আবুল কালাম আজাদ, জাতীয় সংবাদ সংগ্রহ সংস্থা এনএনসির প্রেসিডেন্ট আলহাজ্ব মাসুম বিল্লাহ ও স্বাধীনতার ৭১ এর মহাপরিচালক মো. হুমায়ূন কবির ভূইয়া।
আলোচনায় অংশ গ্রহন করে মাহবুবুর রহমান বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ কে লালন করেই কৈশোর বয়সে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। তিনি আরও বলেন, ৭ মার্চে রেসকোর্সের ভাষণের পরে নিউইয়র্কের দ্য নিউজউইক ম্যাগাজিন ৫ এপ্রিলে প্রকাশিত সংখ্যায় বঙ্গবন্ধুকে “পোয়েট অব পলিটিক্স” অর্থাৎ রাজনীতির কবি হিসেবে আখ্যায়িত করে।
এরপর সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ইউরো বাংলা টাইমসের এডিটর ইন চিফ কে ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয় ।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ঢাকা টিভি, লালন গবেষণা একাডেমী এবং এনি মাল্টিমিডিয়ার শিল্পিবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ, বঙ্গবন্ধু পেশাজীবী লীগ এবং লালন গবেষণা একাডেমির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি নাসির উদ্দিন।
ডে রি/ ইবিটাইমস