শেখ হাসিনা সরকারের সময়পযোগী পদক্ষেপের কারণে নদীতে প্রচুর ইলিশ পাওয়া যাচ্ছে- এমপি শাওন

জাহিদুল ইসলাম দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) অসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, আগামী ১ মার্চ থেকে ৩০ এপ্রিল এই দুই মাস দেশের জাটকা সংরক্ষণ ও মৎস্য সম্পদ রক্ষার জন্য সরকার কর্তৃক সকল ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করা হবে। এসময় কোন জেলে নদীতে মাছ ধরতে যাবেন না। যদি কোন জেলে মাছ ধরতে যান তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।সেমসয় কারও সুপারিশ শুনা হবে না। মৎস্য সম্পদ রক্ষার্থে সরকার অবরোধ কালীন সময়ে জেলেদেরকে বিভিন্ন প্রণোদনা দিয়ে যাচ্ছেন।এরপরও কিছু অসাধু জেলে নদীতে মাছ ধরার জন্য যায়। সেসব অসাধু জেলেদের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।জাটকা নয় আমরা ইলিম খাব। ইলিশ সম্পদ রক্ষার্থে সকলে সরকারের আইন মেনে চলব।

বুধবার দুপুরে ২০২১-২২ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওয়ায় মৎস্য অভয়াশ্রম রক্ষা ও সংরক্ষণ অভিযান কার্যক্রম উপলক্ষে জনসচেতনতা সভায় প্রধান অতিথি হিসাবে এসব কথা বলেন এমপি শাওন।

লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর কর্তৃক আয়োজিত সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে জনসচেতনতা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম, লালমোহন উপজেলা মৎস‍্য কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাসুমা বেগম, মাধ‍্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল মালেক, লালমোহন পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মন্জু তালুকদার, আনম শাহজামাল দুলাল, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলরসহ উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যজীবীরা।

অন্যদিকে বুধবার সকালে লালমোহন উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এর আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২০২১-২০২২ অর্থবছরে মৎস‍্যজীবীদের মাঝে দেশীয় প্রজাতির গরুর বকনা বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি শাওন।

এমপি শাওন আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাস্ট্র ক্ষমতা আছে বিধায় আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। শেখ হাসিনা আসে বলেই মসজিদেও ইমাম, মন্দিরের পুরোহিত, মধ্যবিত্ত, নিন্ম মধ্যবিত্ত বিভিন্ন শেণী পেশার মানুষকে সরকারের ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে। লালমোহন সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম শামীমের সভাপতিত্বে এসময় অন‍্যান‍্যের মধ‍্যে উপস্থিত ছিলেন, ভোলা জেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম, লালমোহন উপজেলা মৎস‍্য কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাসুমা বেগম, মাধ‍্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, লালমোহন পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদলসহ আরো অনেকে।

আলোচনা সভা শেষে ১০ জন জেলের মধ্যে দেশীয় প্রজাতির গরুর বকনা বাছুর বিতরণ করেণ এমপি শাওন।

ভোলা/ ইবিটাইমস/এম আর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »