সুনাইরা নাজিমঃ শিশির ভেজা স্নিগ্ধ প্রভাতে, কিংবা গোধূলির শেষ লগ্নে। ঢুলহীন শান্ত রজনী লগ্নে কিংবা অন্ধকারাচ্ছন্ন পল্লবে। কেউ একজন বলুক আমায় ভালবাসি।
জোনাকির আলোর মত মায়াবী হয়ে
আর আমার কানে কানে বলুক ভালবাসি আঁখি রেখে আঁখিতে
হৃদয়ের বাগানে কেউ একজন আসুক
প্রজাপতি হয়ে ভালোবাসার সন্ধানে
চুপিসাড়ে বলুক ভালবাসি তোমাকে রঙিন বসন্তের রং দিয়ে ভালোবাসাকে রাঙাতে
কেউ একজন সবার জীবন এ থাকুক, শুধু বলতো, ভালবাসি, ভালবাসি ভীষণ ভালবাসি তোমাকে।
কবি, সুনাইরা নাজিম
অ /ইবিটাইমস/ এম আর