দেশে আজ একদিনেই সংক্রামিত শনাক্ত হয়েছেন ৮ হাজারেরও বেশী এবং ১০ জনের মৃত্যু
বাংলাদেশ ডেস্কঃ আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৮,৪০৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ১০ জন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী প্রাণ হারানো ১০ জনের মধ্যে আটজন পুরুষ এবং দুইজন নারী।
স্বাস্থ্য অধিদপ্তরের ভাষ্য অনুযায়ী বর্তমানে দেশে করোনার সংক্রমণের শতকরা ২০ শতাংশ করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রোনে আক্রান্ত। আজকের করোনায় আক্রান্তের এই সংখ্যা গত পাঁচ মাসের পর সর্বোচ্চ সংখ্যক শনাক্ত।
গত বছরের অগাস্ট মাসের মাঝামাঝিতে সর্বশেষ একদিনে এতো বেশি রোগী শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় যতগুলো নমুনা পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে ২৩.৯৮ শতাংশ রোগী কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে। অর্থাৎ প্রায় প্রতি চারজনের মধ্যে একজন নতুন রোগী শনাক্ত হচ্ছেন। বাংলাদেশে শুধুমাত্র রাজবাড়ী জেলা ছাড়া বাকি ৬৩টি জেলাতেই কোভিড রোগী শনাক্ত হয়েছে।
দেশে এই পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২৮ হাজার ১৬৪ জন।দেশে এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৩২ হাজার ৭৯৪ জন।
গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ১০ জনের মধ্যে আটজন পুরুষ এবং দুইজন নারী। এদের মধ্যে সাতজন সরকারি হাসপাতালে এবং তিনজন বেসরকারি হাসপাতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ৮৫৫টি পরীক্ষাগারে ৩৫ হাজার ৯১৬টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ৩৫ হাজার ৫৪টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল এক কোটি ১৯ লাখ ২৮ হাজার ৪৫৯টি।
এ সময় সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৪৭৫ জন।এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট ১৫ লাখ ৫৩ হাজার ৭৯৫ জন রোগী।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৯৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ১৬ ভাগ।আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৭২ ভাগ।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ওই বছরের ১৮ মার্চ। দেশে এ পর্যন্ত করোনায় ২৮ হাজার ১৬৪ জন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৮ হাজার ছয়জন (৬৩ দশমিক ৯৩ ভাগ) ও নারী ১০ হাজার ১৫৮ জন (৩৬ দশমিক শূন্য সাত ভাগ)।
কবির আহমেদ/ইবিটাইমস