ঢাকাঃ চেক জালিয়াতির মামলায় সমন জারির পরও আদালতে উপস্থিত না হওয়ায় নেত্রকোনা জেলার দূর্গাপুর পৌরসভার মেয়র মোঃ আলাউদ্দিন এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
বৃহস্পতিবার ৬ জানুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১৮ এর বিচারক মোঃ জসিম উদ্দিন এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুভাষ রায় এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, চেক জালিয়াতির দুই মামলায় নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার মেয়র মোঃ আলাউদ্দিন এর বিরুদ্ধে আলাদা দুটি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সমন জারির পরও তিনি আদালতে উপস্থিত হননি। জনপ্রতিনিধি হিসেবে তিনি প্রতারণা করেছেন যা তার অবস্থান থেকে কোনোভাবেই কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
মামলার বাদী মঞ্জুরুল ইসলাম বলেন, চেক ডিজঅনার হবার পর আমি আমার পাওনা টাকা আদায়ের জন্য পৌর মেয়র মোঃ আলাউদ্দিন এর সাথে যোগাযোগ করি। কিন্তু তিনি আমাকে চেক ডিজঅনার এবং পাওনা টাকার বিষয়ে টালবাহানা করতে থাকেন। বলেন, আমি আমার পাওনা টাকার জন্য বাধ্য হয়েই আদালতের দ্বারস্থ হয়েছি। পারিবারিক সম্পর্কের কারণে তিনি টাকা চাওয়ায় আমি তাকে বিভিন্ন সময়ে উপকার করেছি কিন্তু তিনি আমার সাথে প্রতারণা করেছেন বলেও জানান তিনি।
এদিকে, গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে জানতে কয়েক দফায় ফোন দিলেও তা রিসিভ করেননি পৌর মেয়র।
এর আগে এ বিষয়ে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পৌর মেয়র মোহাম্মদ আলাল উদ্দিন বলেন, চেক ডিজঅনারের মামলা হয়েছে এটা তিনি শুনেছেন। সমন তিনি হাতে পেয়েছেন। তবে চেক গুলো হারিয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এ ব্যাপারে।
জানা গেছে, ৪০ লক্ষ এবং ৫০ লাখ টাকার যে দুটি চেক ডিজঅনারের মামলা করা হয়েছে সে চেক দুটি তারই ম্যানেজার সামসুল আলম দেলুর লেখা।
আরটি/ঢাকা/ইবিটাইমস/আরএন