সাবেক প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ, থানায় জিডি

ঢাকা: সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন তাঁর স্ত্রী ডা. জাহানারা এহসান। বৃহস্পতিবার সন্ধ্যায় ধানমণ্ডি থানায় উপস্থিত হয়ে তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ৩৩৪।

জিডিতে তার স্ত্রী ডা. জাহানারা এহসান উল্লেখ করেন, ডা. মুরাদ হাসান বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে সন্তানদের সামনে অকথ্য ভাষায় গালিগালাজ, শারীরিক ও মানুষিক নির্যাতন করে। এ সময়  ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চাইলে সে বাসা থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া গণমাধ্যমকে বলেন, ‘ডা. মুরাদ হাসানের স্ত্রী সন্ধ্যায় ধানমণ্ডি থানায় একটি জিডি করেছেন। জিডিতে তিনি স্বামী কর্তৃক নির্যাতনের অভিযোগ এনেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বাসায় ডা. মুরাদ হাসানকে পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দায়িত্বরত পুলিশ তাকে বাসায় গিয়ে পায়নি। তিনি কোথায় আছেন আমরা তা জানি না। তবে আমরা বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছি।’

এর আগে বৃহস্পতিবার ডা. মুরাদ হাসানের স্ত্রী জাহানারা এহসান ৯৯৯-এ কল করে বিষয়টি ধানমণ্ডি থানা পুলিশকে জানান। এরপরই পুলিশের একটি টিম মুরাদের বাসায় যায়।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »