ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ে শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ করা হচ্ছে।সোমবার বেলা দেড়টায় ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী শীতার্থদের মধ্যে কম্বল বিতরণ করেছেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ কামাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লতিফা জান্নাতি, এনডিসি আহম্মেদ হাসান উপস্থিত ছিলেন।
ত্রাণ মন্ত্রণালয় থেকে ঝালকাঠি জেলার ৪টি উপজেলা ও ২টি পৌরসভায় ১৬ হাজার কম্বল পাঠানো হয়েছে এবং স্থানীয়ভাবে কম্বল কিনে বিতরণের জন্য জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ও দুটি পৌরসভার মেয়রের অনুকুলে ৩০ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
বাধন রায়/ইবিটাইমস