ভোলার লালমোহনে নান্দনিক আয়োজনে গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের সার্ভিস পয়েন্ট উদ্বোধন

রিপন শানঃ গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিঃ-এর আল-ফালাহ ইসলামী জীবন বীমা প্রকল্পের সার্ভিস পয়েন্টে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে এবং চালু করা হয়েছে কার্যক্রম।
২৬ ডিসম্বর ২০২১ দুপুর ১১ টায় লালমোহন উত্তর বাজার মসজিদ কমপ্লেক্স এর তৃতীয় তলায় গোল্ডেন লাইফ হলরুমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট বীমাবিদ ও কোম্পানির মাননীয় উপদেষ্টা এম তৌহিদুল আলম ।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, আল- ফালাহ ইসলামী জীবন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক মুহাম্মদ আখতার হোসেন দিদার এবং  বৃহত্তর বরিশাল বিভাগীয় ডিএমডি মামুনুর রহমান।
গোল্ডেন লাইফ লালমোহন কার্যালয়ের ইনচার্জ ও এএমডি কামাল উদ্দিন খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কবি কণ্ঠশিল্পী সাংবাদিক ও আল ফালাহ ইসলামী জীবন বীমা প্রকল্পের লালমোহনের জিএম শাহাবুদ্দিন রিপন শান, শিক্ষাবিদ সমাজকর্মী ও আল ফালাহ ইসলামী জীবন বীমা প্রকল্পের বিএম মোঃ মোজাম্মেল হক  প্রমুখ।
প্রধান অতিথি এম. তৌহিদুল আলম বলেন-গ্রাহক সেবার লক্ষ্যে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। দেশের শিক্ষিত বেকারদের বেকারত্ব দূর করতে আমরা বদ্ধপরিকর। সততা ও দেশপ্রেমকে বুকে ধারণ করে আমাদের সকলকে এগিয়ে যেতে হবে । গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স এর আল ফালাহ ইসলামী জীবন বীমা প্রকল্প দেশ ও দশের সেবা করার একটি উত্তম পদ্ধতি ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাইটিভির সাংবাদিক ও প্রকল্পের জিএম সিরাজ মাসুদ।প্রধান অতিথি এম তৌহিদুল আলম কোম্পানির ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটেন এবং তা উপস্হিত সকলের মাঝে  বিতরন করা হয়। অনুষ্ঠানে স্হানীয় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, শিক্ষক , পেশাজীবী, নারী সমাজকর্মী ও বিপুল সংখ্যক কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরে লালমোহন ওয়াপদা গেস্ট হলে বহুমাত্রিক মধ্যাহ্ন ভোজন ও মনোজ্ঞ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয় ।অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন- কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মামুনুর রহমান, লালমোহন কার্যালয়ের জিএম ও বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসারের চেয়ারম্যান রিপন শান,  গোল্ডেন লাইফ লালমোহন কার্যালয়ের ডিজিএম ও লালমোহন উপজেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত পরিচালক এন এম বাহারুল ইসলাম বাবলু, লালমোহন রোদসী কৃষ্টিসংসারের সহ-সভাপতি শিলা রাণী দাস, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জুয়েল, গোল্ডেন লাইফ লালমোহন কার্যালয়ের জিএম ও লালমোহন মিডিয়া ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিরাজ মাসুদ প্রমুখ ।
ভোলা/ইবিটাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »