ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরে ৬৫ জন ইউপি চেয়ারম্যান-মেম্বারদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ডিসেম্বর) জেলার নাজিরপুরের ৩টি ও কাউখালীর ২টি এ ৫টি ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বারদের এ শপথ অনুষ্ঠান হয়।
জানা গেছে, ওই দিন দুপুরে জেলার নাজিরপুর উপজেলার স্বাধীনতা মঞ্চে জেলা প্রশাসক আবু আলী মোহাম্মাদ সাজ্জাদ হোসেন চেয়ারম্যানদের ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল শাদী মেম্বারদের শপথ পাঠ করান।
ইউনিয়ন ৩টি হলো শাঁখারীকাঠী, দীর্ঘা ও শ্রীরামকাঠী। ওই দিন দুপুরে উপজেলার ৩টি ইউনিয়নের ৩ জন চেয়ারম্যান, ৯ জন সংরক্ষিত নারী সদস্য ও ২৭ জন সাধারন সদস্য এ শপথ পাঠে অংশ নেন।
এর আগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু প্রমুখ।
এ ছাড়া একই দিন সকালে জেলার কাউখালী উপজেলার রঘুনাথপুর ও চিরাপাড়া পাড় সাতুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যানদের শপথ পাঠ করান জেলা প্রশাসক ও মেম্বারদের শপথ পাঠ করার ওই উপজেলার নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ খালেদা খাতুন রেখা।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস