ভিয়েনা ০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন নাটকের প্রথম মঞ্চায়ন হয়েছে: খন্দকার মোশাররফ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
  • ১৪ সময় দেখুন

ঢাকা: নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের সমালোচনা করেছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আরেকটি নির্বাচন করার জন্য নাটক শুরু করেছে। সংলাপের নামে সেই নাটকের প্রথম মঞ্চায়ন হয়েছে বঙ্গভবনে।’

সোমবার (২০ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মোশাররফ হোসেন বলেন, ‘তারা নাকি নির্বাচন কমিশন করার জন্য সার্চ কমিটি করবে; তাই আলোচনা শুরু করেছে। গত তিনটি নির্বাচনে দেখেছি এগুলো তামাশা। এই নির্বাচন কমিশন হয় রাবার স্ট্যাম্প।’

তার দাবি, ‘এখানে মূল সংকট বর্তমান সরকার। এই সরকারকে হটাতে হবে। একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন হতে হবে। তার আগে এসব নাটক করে কোনও লাভ হবে না।’

সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘খালেদা জিয়াকে বেআইনিভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে আটক করে রাখা হয়েছে। এর অর্থ হচ্ছে এরা আওয়ামী লীগ আজকে স্বাধীনতার বিরোধী শক্তিতে পরিণত হয়েছে। কারণ, দেশনেত্রী খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা।’

আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। সঞ্চালনা করেন প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও আমিরুল ইসলাম আলিম।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নির্বাচন নাটকের প্রথম মঞ্চায়ন হয়েছে: খন্দকার মোশাররফ

আপডেটের সময় ০৬:২৮:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১

ঢাকা: নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের সমালোচনা করেছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আরেকটি নির্বাচন করার জন্য নাটক শুরু করেছে। সংলাপের নামে সেই নাটকের প্রথম মঞ্চায়ন হয়েছে বঙ্গভবনে।’

সোমবার (২০ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মোশাররফ হোসেন বলেন, ‘তারা নাকি নির্বাচন কমিশন করার জন্য সার্চ কমিটি করবে; তাই আলোচনা শুরু করেছে। গত তিনটি নির্বাচনে দেখেছি এগুলো তামাশা। এই নির্বাচন কমিশন হয় রাবার স্ট্যাম্প।’

তার দাবি, ‘এখানে মূল সংকট বর্তমান সরকার। এই সরকারকে হটাতে হবে। একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন হতে হবে। তার আগে এসব নাটক করে কোনও লাভ হবে না।’

সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘খালেদা জিয়াকে বেআইনিভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে আটক করে রাখা হয়েছে। এর অর্থ হচ্ছে এরা আওয়ামী লীগ আজকে স্বাধীনতার বিরোধী শক্তিতে পরিণত হয়েছে। কারণ, দেশনেত্রী খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা।’

আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। সঞ্চালনা করেন প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও আমিরুল ইসলাম আলিম।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ