ঝালকাঠিতে স্বাধীনতার সুর্বণ জয়ন্তীতে যুব উন্নয়ন অধিদপ্তরের আলোচনা সভা, অনুদানের চেক ও পুরুষ্কার বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি:স্বাধীনতার সুর্বণ জয়ন্তীতে ঝালকাঠিতে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদকবিরোধী কর্মকান্ডে নৈতিকতার অবক্ষয় ও বিপদগামিতা রোধকল্পে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে ১৪ জনকে যুব কল্যাণ তহবিল থেকে ৫ লাখ ৭০ হাজার চেক ও মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের যুবশক্তি বিষয় রচনা প্রতিযোগিতায় বিজয়ী প্রথম তিনজনকে ক্রেস্ট ও ২ হাজার টাকা করে প্রাইজবন্ড এবং সনদপত্র প্রদান করা হয়েছে। এছাড়াও নিবন্ধিত সংগঠনের মধ্যে সনদপত্র প্রদান করা হয়েছে।

ঝালকাঠির জেলা প্রশাসক মো: জোহর আলী এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারিহা নিশাতের সভাপতিত্বে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার শংকর কুমার দাস ও যুব উন্নয়ন অধিদপ্তরের কো-অর্ডিনেটর মো: মোতাহার হোসেন বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক মো: মহসীন , রাজাপুর উপজেলা যুব উন্নয়ন অফিসার মু. আল আমিন বাকলাই, যুব সংগঠনের সৈয়দ আল আমিন প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আমরা আমাদের সন্তানদের মাদকমুক্ত করতে পারলে এই মাদকের ব্যবসাও বন্ধ হয়ে যাবে, চাহিদা থাকলে ব্যবসা চলবে কিন্তু চাহিদা না থাকলে ব্যবসা বন্ধ হয়ে যেতে বাধ্য।

বাধন রায়/ইবিটাইমস

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »