ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরের শেখমাটিয়া ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. জব্বার খান (৮০) কে রাষ্ট্রীয় মর্যদায় দাফন করা হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর)সকাল ১১টায় তাকে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বাবুরহাট গ্রামের বাড়ির পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। এর আগে ওই দিন তাকে রাষ্ট্রীয় মর্যদা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আল আমিন, থানার অফিসার ইন চার্জ (ওসি, তদন্ত) মো. মাহিদুল ইসলাম। ওই বীর মুক্তিযোদ্ধার ছোট ছেলে পুলিশ ইন্সপেক্টর মো. মনিরুল ইসলাম খান জানান, তার পিতা গত শুক্রবার রাতে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম, জেলা আ’লীগ সাধারন সম্পাদক এ্যাড. হাকিম হাওলাদার সহ জেলা ও উপজেলা আ’লীগ এবং মুক্তিযোদ্ধারা ।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস